অনন্য কৃতিত্ব সৃষ্টি করলেন সানিয়া মির্জা


প্রকাশিত: ১০:২৮ এএম, ১২ জুলাই ২০১৫

খেলাধুলার ইতিহাসে আরো এক অনন্য কৃতিত্ব সৃষ্টি করলেন টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে জিতে নিলেন উইম্বল্ডন ডাবলস খেতাব। এমন কৃতিত্ব খুবই কম রয়েছে ভারতীয় খেলা জগতের ইতিহাসে।

মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে তিনি ৫-৭, ৭-৬ (৭-৪) ও ৭-৫ সেটে তারা হারালেন রাশিয়ান জুটি ইকাটেরিনা মাকারোভা ও ইলিনা ভেসনিনা জুটিকে। এই মুহূর্তে ডাবলসে সানিয়া বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তার সঙ্গী মার্টিনা হিঙ্গিস দ্বিতীয় স্থানে রয়েছেন।

এই প্রথম সানিয়া মির্জা উইম্বল্ডন ফাইনালে উঠলেন এবং প্রথমবারেই ডাবলস খেতাব জিতে নিলেন। প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটেও টাইব্রেকারে কষ্ট করে জিততে হয় সানিয়াদের। এরপরের সেট জিতে ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া।

এর আগে মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফরাসি ওপেন (২০১২) ও ইউএস ওপেন (২০১৪) জিতলেও এই প্রথম মহিলাদের ডাবলসে খেতাব পেলেন সানিয়া, তাও আবার সবচেয়ে ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ক্লাব থেকে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।