গান চুরির অভিযোগে আদনান সামিকে নোটিশ


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ জুলাই ২০১৫

ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘ভর দে ঝুলি মেরি ইয়া মুহাম্মাদ’ গানটি চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগে উকিল নোটিশের মুখে পড়েছেন বলিউড তারকা আদনান সামি।

পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে ছবির নায়ক সালমান খান ও পরিচালক কবির খানকেও। এই উকিল নোটিশ পাঠিয়েছে গানটির স্বত্ত্বাধিকারী ‘এমি পাকিস্তান’।

পাকিস্তানের দৈনিক দ্য ডন অনলাইনের একটি প্রতিবেদনের এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, কাওয়ালিটির স্বত্বাধিকারী এমি পাকিস্তান তাদের গানটি বজরঙ্গি ভাইজান ছবিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমাতি না নেওয়ায় এই নোটিশ পাঠিয়েছে। সেখানে শিগগির গানটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের কথাও বলে হয়েছে। অন্যথায় ছবিতে গানটি প্রদর্শন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডনের খবর অনুসারে- কাওয়ালিটি প্রথম গেয়েছিলেন পাকিস্তানের হাজি গোলাম ফরিদ সাবরি ও হাজি মকবুল সাবরি নামের দুই ভাই। তারা দুইজনই বর্তমানে প্রয়াত। তবে সাবরি ভাইদ্বয় গানটি গাইলেও এর স্বত্ব ছিল এমি পাকিস্তানের নামে।

এদিকে উকিল নোটিশের জবাব দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে আদনান সামিসহ অন্যান্যদের।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।