রাজধানীতে অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১২ জুলাই ২০১৫

রাজধানীর কালশিতে মো. মবিন বক্স (৪০) নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে পল্লবী থানা পুলিশ বাউলিয়াবাদ এলাকার বেড়িবাঁধ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রোববার বেলা ১২টায় তিনি মারা যান।

নিহতের ভাগ্নে মৃনাল জানান, গত বুধবার মুহাম্মদপুর এলাকা থেকে মবিন বকস্কে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর নিহতের পরিবারর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।এই্ ঘটনায় পরিবারের সদস্য মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করেননি কর্তব্যরত পুলিশ।  মুক্তিপণের টাকা না দেয়ার তার মামাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মৃনাল।

পল্লবী থানার এএসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মবিন বকস্ পল্লবী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, মবিনের গলায় কালো দাগ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে।

আলামত দেখে অনুমান করা যায় তাকে নির্যাতন করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেকে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।