একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে : ইনু


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে নিরপেক্ষতার ভান করে  বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সকালে রাজধানীর বনানীতে সনাতন ধর্মের শুভ মহালয়া উদযাপন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মন্ত্রী এ অভিযোগ করেন।

দুর্গোৎসবে দেবী পক্ষের শুভারম্ভ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ। অনুষ্ঠানে অংশ নিয়ে পূজা পরিষদের নেতাদের সঙ্গে মহালয়া উদযাপনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, যারা নিরপেক্ষতার ভান করেন তারা মূলত জঙ্গিবাদের পক্ষ নেন, সামরিকতন্ত্রের পক্ষ নেন, পাকিস্তানের পক্ষ নেন। যেসব নেতা-নেত্রীরা এখনো জঙ্গিবাদকে আশ্রয় দিচ্ছেন, সাম্প্রদায়িকতাকে আশ্রয় দিচ্ছেন, বিভাজনকে লালন করছেন আমি তাদের বলবো, আসুন আমরা সব এক হয়ে এদের বিরোধিতা করি।

এরপর দেবীদূর্গাকে উদ্দেশ্য করে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সংগীত, আবৃতি ও নৃত্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।