শহীদ আজাদকে নিয়ে অবসকিওরের গান
‘মা কতদিন ভাত খাই না। আমার জন্য ভাত নিয়ে এসো।’ মা ভাত নিয়ে যান থানায়। গিয়ে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসে নি। ধরে নেওয়া হয় সেদিনই ঘাতকরা মেরে ফেলে মায়ের সেই ছেলেকে। সেদিন ছিলো ১৯৭১ সালের ১১ জুলাই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে এমন অনেক শহীদদের মধ্যে অন্যতম শহীদ আজাদ। শনিবার ৪৫তম মৃত্যুবার্ষিকী এই বীর শহীদের। চিরদিন তিনি শ্রদ্ধার আসনে রইবেন বাংলাদেশিদের হৃদয়ের গভীরে।
তেমনি শ্রদ্ধা জানাতে শহীদ মুক্তিযোদ্ধা আজাদকে নিয়ে গান তৈরি করেছে অবসকিওর ব্যান্ড। গানটি ৩০ আগস্ট চ্যানেল আইতে প্রচার হবে। ব্যান্ড দলটি জানিয়েছে, ২৯ আগস্ট দিবগত রাত ১২টার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে এটি প্রচার করবে চ্যানেলটি।
গানটি লিখেছেন তানজিল রহমান। সুর ও সঙ্গীতের কাজটি করেছেন ব্যান্ডের সদস্যরা। এর কয়েকটি লাইন হচ্ছে, ‘পারছিনা আর সইতে মাগো আমি এ যন্ত্রনা, মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা/ আঙ্গুলগুলো অবশ ভীষণ একটিও নেই নখ/ হয়তো আজই টর্চার সেলে তুলেই নেবে চোখ’।
অবসকিওর ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু বলেন, ‘বুধবার চ্যানেল আই স্টুডিওতে গানটির ভিডিও করা হবে। আর এ গানটি আমাদের নতুন অ্যালবামে রাখা হচ্ছে।’
এলএ/আরআই