বজরঙ্গি ভাইজান নিষিদ্ধ হবে না


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১১ জুলাই ২০১৫

বিতর্ক পিছু ছাড়েছে না আসন্ন ঈদে মুক্তি পেতে চলা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির। ধর্মীয় বিধি বিধান মানা হয়নি বলে কিংবা ধর্মীয়ভাবে হেয় করা হয়েছে বলে এই ছবিটি এরইমধ্যে বেশ কিছু সংগঠন কর্তৃক বাঁধার সম্মুখীন হয়েছে।

সর্বশেষ সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ ক্ষুন্ন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে ছবিটি নিষিদ্ধের দাবিতে একটি পিটিশন দাখিল করা হয়েছিলো আদালতে। অবশেষে সেটিও বাতিল হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টে। অনিল প্রধান নামে চিত্রকূটের জনৈক সমাজকর্মী পিটিশনে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। কিন্তু শুনানিপর্বের গোড়াতেই তা খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি যশবন্ত ভার্মাকে নিয়ে গঠিত বেঞ্চ। তাই আপাতত নিষিদ্ধ হচ্ছে না বজরঙ্গি ভাইজান।
 
অভিযোগকারী বলেছিলেন, ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যাতে সংখ্যাগুরুদের মনে আঘাত লাগবে। কিন্তু বেঞ্চ বলেছে, কেন এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ দরকার, সে ব্যাপারে কোনও যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি আবেদনকারী।

বজরঙ্গি ভাইজানে সালমানের পাশাপাশি আছেন করিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি। এর গল্পে দেখা যাবে, পাকিস্তান থেকে ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া একটি বাচ্চা মেয়ে কথা বলার ক্ষমতা না থাকার জন্য কী কঠিন প্রতিকূলতার মধ্যে পড়বে, কীভাবে সালমান তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন এসব কাহিনী।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।