নতুন নিয়মে শুরু হচ্ছে বাংলাদেশ-দ. আফ্রিকা ওয়ানডে


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১০ জুলাই ২০১৫

আইসিসির বোর্ড সভায় ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে  কিছু নতুন নিয়মের সংযোজন-বিয়োজন হয়েছে। ৫ জুলাই থেকে সেটা কার্যকরও হচ্ছে। সব ধরনের ‘নো’ বলে ফ্রি-হিট, পাওয়ার প্লেতে ফিল্ডিং সাজানো, এসবে নতুন নিয়ম নিয়ে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে।

এর আগে সিরিজের প্রথম প্রথম টি-টুয়েন্টিতে ফ্যাফ ডু প্লেসির কোমরের ওপর বল করে ‘নো’ ডাক শুনেছিলেন মুস্তাফিজুর রহমান! নতুন নিয়মে উচ্চতার কারণে ‘নো’ বলে সেটাতেই ছিল ইতিহাসে প্রথম ফ্রি-হিট। আগের নিয়মে এ ধরনের ‘নো’ বলে ফ্রি-হিট ছিল না।

তবে সকাল থেকে বৃষ্টির কারণে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে বেলা ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি এখনো শুরু হয়নি।  

overs

এক নজরে নতুন নিয়মগুলো:
প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় ১৫ গজ বৃত্তে ২ জন ফিল্ডার রাখার বাধ্যবাধকতা আর নেই।
এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকতে পারবেন।
নতুন নিয়মে ১৫-৪০ ওভারের মধ্যে বাধ্যতামূলকভাবে ৫ ওভার ব্যাটিং পাওয়ার প্লে আর থাকছে না।
ব্যাটিং পাওয়ার প্লে না থাকার এ সময়ে ৩০ গজ বৃত্তের বাইরে ফিল্ডিং দল এখন সর্বোচ্চ ৪ জন ফিল্ডার রাখতে পারবে।
শেষ ১০ ওভারে ৩০ গজের বাইরে এখন সর্বোচ্চ ৫ জন রাখা যাবে।
কেবল ওভার স্টেপিংয়ে নয়, সব ধরনের ‘নো’ বলেই এখন ফ্রি-হিটের সুবিধা থাকবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।