এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ‘১৭ ডিসেম্বর’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

গল্পটা একটি পরিবারের। যে পরিবারের মতাদর্শে রয়েছে নানা সংঘর্ষ। স্বাধীনতা বিরোধী পিতার সন্তান হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। একসময় বাংলাদেশ নামের একটি দেশের জন্ম হয়। ছেলের আদর্শ প্রতিষ্ঠা পায়। ঘটনাক্রমেই গল্প স্পর্শ করে ১৭ ডিসেম্বরকে। যুদ্ধ না দেখিয়েই একটি নিরেট মুক্তিযুদ্ধের গল্প দেখানো হয়েছে। আর এমনতাই দেখা যাবে ১৭ ডিসেম্বর নাটকে।

মাসুদ উল হাসান এর গল্পে যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি বললেন, অনেক গল্পে দর্শকরা মুক্তিযুদ্ধের নাটক দেখেন। কিন্তু এই মুক্তিযুদ্ধের নাটকটি দর্শকেরা উপভোগ করবে নতুনভাবে। যেটা ইতোপূর্বে হয়নি। তিনি বলেন, টেলিছবিটির নাম নিয়ে অনেকের কৌতুহল দেখছি। এটাই আসল ব্যাপার।

বান্নাহ বলেন, এই নামের মধ্যেই আমাদের গল্প লুকিয়ে আছে। পুরো টেলিছবিটি দেখলে সবাই সেই অন্তরালের রহস্য জানতে পারবেন। আশা করি, এই ‘১৭ই ডিসেম্বর’ সবার মনে দেশাত্মবোধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি ভালোবাসা জাগ্রত করে তুলবে।

‘১৭ ডিসেম্বর’ নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মনিরা মিঠু, শোয়েব মনির, ইভান সাইর, মুশফিক ফারহান, নিশাত সিদ্দিকা প্রিয়ম, মানিক। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জের একটি গ্রামে। এটি প্রযোজনা করেছেন ফখরুদ্দিন ছোটন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এই নাটকটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে রাত ১০ টা ৫৫ মিনিটে।

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।