বাজারে জয় ও পারভেজের তা না না না


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৯ জুলাই ২০১৫

রোজা ঈদে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ঈগলের মিউজিকের ব্যানারে আসছে বেশ কিছু গানের অ্যালবাম। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদের দ্বৈত প্রয়াস ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’র দ্বিতীয় অ্যালবাম ‘তা না না না’। সারা দেশে পাওয়া যাচ্ছে অ্যালবামটি।

ভিন্ন স্বাদের ৭টি বাংলা লোকগান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। ২০১২ সালে এ দুই শিল্পী ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’-এর কাজ শুরু করেন। যার ধারাবাহিকতায় ১২.১২.১২-তে আসে তাদের প্রথম অ্যালবাম। প্রায় ৩ বছর পর প্রকাশিতব্য নতুন অ্যালবামে লালন সাঁই, শাহ আব্দুল করিম, পবন দাস বাউল, জালাল ফকিরসহ কালজয়ী কয়েকজন সুরস্রষ্টার গান রয়েছে। এই কিংবদন্তিদের প্রচলিত গানগুলোতে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলন সংযোজন করা হয়েছে।

অ্যালবামটি প্রসঙ্গে পারভেজ বলেন, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের সম্মিলন পাওয়া যাবে গানগুলোর সংগীতায়োজনে। আশা করছি ভাল লাগবে সবার।’

এই অ্যালবাম নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘অনেক দিন ধরেই এ অ্যালবামের কাজ করছি। যেহেতু লোকগান তাই সময়টা বেশি দিতে হয়েছে। নিজেদের মনের মতো কিছু গান নিয়েই আসলে অ্যালবামটি করা। আশা করছি ভাল লাগবে শ্রোতাদের।’

শ্রোতাদের ভিন্ন মাত্রার বিনোদন দিতে অ্যালবামের একাধিক গানের ভিডিও তৈরি করা হবে বলেও জানালেন দুই শিল্পী।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।