রোহিঙ্গাদের নিয়ে জেফারের মিউজিক ভিডিও

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে গান করেছেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে জেফার রহমানের ইউটিউব চ্যানেলে।

‘রোহিঙ্গা’স ক্রাই’ শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ, সুর-সংগীত করেছেন শাহরিন শাহরিয়ার ও সামির হাফিজ। প্রকাশের পরপরই গানটি দর্শক-শ্রোতাদের ভালো সাড়া পায়। এই মুহুর্তে বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠি রোহিঙ্গাদের নিয়ে এই গান মানবিক বোধের জায়গা থেকে করা হয়েছে বলে জানান জেফার রহমান।

শিল্পী হিসেবে এটা তার দায়বদ্ধতা বলে মনে করেন তিনি। গানটির মিউজিক ভিডিও প্রযোজনাকারী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘অমানবিক নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য মানুষ হিসেবে আমাদের অনেক দায় রয়েছে। শিল্পীর জায়গা থেকে জেফার রহমানের প্রয়াসটিকে পৃষ্ঠপোষকতা করেছি। আশা করি মিউজিক ভিডিওটি ভালো লাগবে সবার’।
প্রসঙ্গত, ইতোপূর্বে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয়েছে জেফার রহমানের একক গানের অ্যালবাম ‘আনকেইজড’।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।