তিন তারকা নিয়ে চয়নিকার ছায়াসঙ্গী


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৮ জুলাই ২০১৫

ঈদ উপলক্ষে বরাবরের মতো এবারেও স্বনামধন্য নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বেশ কিছু নাটক-টেলিফিল্ম। তারমধ্যে সম্প্রতি শেষ করেছেন ‘ছায়াসঙ্গী’ নামের একটি টেলিফিল্মের কাজ। রুম্মান রশীদ খানের রচনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তিন অভিনয় তারকা মাহফুজ আহমেদ, জাকিয়া বারী মম ও নাজিরা আহমেদ মৌ।

টেলিছবিটির গল্প সম্পর্কে নির্মাতা চয়নিকা বলেন, ‌নগরের কোলাহল থেকে দূরে থাকতে নীলগিরিতে আবাস গড়েছে ব্যবসায়ী শরীফ মাহমুদ এবং তার সুন্দরী স্ত্রী নীলা। শহরের কোলাহলের চাইতে নীরবতাই তাদের প্রিয় বলেই এমনটি করেছেন তার। নীলগিরিতে সুখেই কাটছিল শরীফ ও নীলা’র সংসার। সবকিছুই চলছিল নিয়মের ঘড়িতে। হঠাৎ করেই তাদের জীবনে ছন্দ হারানোর মতো ঘটনা ঘটে।

একদিনের ঘটনা দু`জনের জীবনেরই ছন্দপতন ঘটায়। আর এই ছন্দপতনের জন্য দায়ি দীপা। নীলা একদিন অনেক মানুষেল ভিড় ঠেলে আবিষ্কার করে দীপাকে। দীপা অন্তঃসত্তা। জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। দীপাকে এই অবস্থায় দেখে মায়া হয় নীলার। দীপাকে তাদের বাংলাতে নিয়ে যেতে চায় সে। কিন্তু অপরিচিত একটি মেয়েকে নিজেদের সংসারে আশ্রয় দিতে চায় না শরীফ।

এক সময় স্বামীর ইচ্ছার বিরুদ্ধেই দীপাকে নিজের বাংলোতে নিয়ে আসে নীলা। বাইরে দীপাকে বাসায় আনার বিষয়ে অনীহা প্রকাশ করলেও ধীরে ধীরে শরীফের মন গলে। নতুন সমীকরণ তৈরি হয় ওদের তিনজনের মাঝে। কাহিনী মোড় নেয় অন্যদিকে। বাকিটা দেখতে হবে ঈদের দিন দুপুর ৩.১০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।