নোলক ছবিতে গাইলেন হৃদয় খান-আনিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান ও ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা কিছুদিন আগে একটি স্টেজ শো মাতিয়েছিলেন। তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই স্টেজ শো টি ছিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র গ্র্যান্ড ফিনালে হৃদয়-আনিকার পরিবেশনা। সেখানে সঙ্গ দিয়েছিলেন প্রত্যয় খানও। নতুন খবর হচ্ছে, হৃদয় খান ও আনিকা প্রথমবার ‘প্লে-ব্যাক’ করেছেন।

এই দুই তারকা গেয়েছেন ‘নোলক’ শিরোনামের ছবিতে। চলতি সপ্তাহে গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে জানান আনিকা। জাগো নিউজকে তিনি বলেন, ‘হৃদয়ের খানের সঙ্গে প্রথমবার দ্বৈতভাবে সিনেমায় গাইলাম। তাছাড়া শাকিব খান দেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক। তার ছবিতে আমার গান থাকছে এটা আনন্দের। পুরোপুরি রোমান্টিক আবহে গানটি ভিন্ন ধাঁচে তৈরি করা হয়েছে।’

বিজ্ঞাপন

হৃদয় খান-আনিকা নোলক ছবিতে যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘জলে ভাসা ফুল’। গানের কথা লিখেছেন চিত্রপরিচালক এস এ হক অলিক এবং সুর-সংগীত করেছেন হৃদয় খান নিজেই। হৃদয় খান বলেন, ‘শাকিব খানের যে কটি ছবিতে আমার গান ছিল সবগুলো গানই হিট হয়েছে। সেই ‘আমার প্রাণের প্রিয়া’ থেকে এ পর্যন্ত অনেকগুলো ছবিতে গান করেছি। প্রতিবারের মতো এবারও গানের ভ্যারিয়েশন থাকবে।’

‘নোলক’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, ববি, ওমর সানী, মৌসুমী প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। বর্তমানে হায়দ্রাবাদে ছবির শুটিং চলছে। জানা গেছে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই ছবির শুটিং চলবে সেখানেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।