চলচ্চিত্রকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : দীপালি


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৭ জুলাই ২০১৫

ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেখানে সাফল্যের ধারাবাহিকতায় নাম লিখেয়েছিলেন চলচ্চিত্রে। কোনো ছবি এখনও মুক্তি না পেলেও বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়ে দীপালি আক্তার তানিয়া এসেছেন আলোচনায়। সম্প্রতি নতুন করে হাতে নিয়েছেন ‘রক’ নামে একটি ছবির কাজ। লিমন আহমেদের সাথে মুঠোফোনের সাক্ষাতকারে দীপালি জানালেন এই ছবির গল্পসহ চলচ্চিত্র নিয়ে তার ভাবনার কথা-

কেমন আছেন-কোথায় আছেন?
দীপালি : জ্বি আছি ভালো। ব্যস্ত দিন কাটাচ্ছি উত্তরায়। নতুন ছবি শফিক হাসানের ‌‘রক’র শুটিং হচ্ছে এখানে।

ছবিটি সম্পর্কে বিস্তারিত বলুন...
দীপালি : এটি আধুনিক এই সময়ে তথ্য প্রযুক্তিকে ঘিরে মানুষের দৈনন্দিন জীবন যাপন, আবেগ-অনুভূতি-ঘটনা-দুর্ঘটনার গল্প নিয়ে তৈরি। এখানে আমার বিপরীতে কাজ করবেন কলকাতার ইন্দ্রনীল। আমার বড় বোন সাংবাদিক চরিত্রে কাজ করবেন বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে আছেন উড়িষ্যার অরিন্দম। এছাড়াও ভাবনা, রাহুল, দিতি আপুরাও এই ছবিতে কাজ করছেন।

এখানে আপনার চরিত্রটি কেমন?
দীপালি : ছবিতে দেখা যাবে আমি বিদেশে থাকি। সেখান থেকে বাংলাদেশে বসবাস করা ইন্দ্রনীলের সাথে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে সেটি প্রেমে পরিণত হয়। তারপর একটি দুর্ঘটনার হাত ধরে নতুন মোড় আসে আমিসহ সবগুলো চরিত্রেই।

রক আপনার কততম ছবি?
দীপালি : এটি আমার পাঁচ নম্বর ছবি। এর আগে পায়রা ছবি দিয়ে আমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তারপর কাজ করেছি অনন্য মামুনের ব্ল্যাকমেইল ছবিতে। ১৪ আগস্ট এটি মুক্তি পাবার কথা রয়েছে। এরপর শুটিং শুরু করেছি মনিরুল ইসলাম সোহেলের বাজে ছেলে দ্যা লোফার ছবিতে। বাপ্পির বিপরীতে এই ছবিটির কাজ চলছে এখনও। আর নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে। ঈদের পরই এই ছবির শুটিং শুরু হবে স্পেনের বিভিন্ন লোকেশনে।

আজকাল আপনাকে আর ছোট পর্দায় কাজ করতে দেখা যায় না। ঈদে কি কোনো বিশেষ কাজ করলেন?
দীপালি : ছোটপর্দা দিয়ে আমার শোবিজে যাত্রা। ইচ্ছে থাকলেও এখন আর সময় নেই ওখানে কাজ করার। তাছাড়া আমি এখন নিজেকে চলচ্চিত্রের মানুষ হিসেবেই গড়ে তুলতে চাই। চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন নিয়েই এ পথে পা বাড়িয়েছিলাম। আজ সবকিছু গুছিয়ে এনে আমি ফিরে যেতে চাই না। যেভাবেই হোক বড় পর্দায় প্রতিষ্ঠা পেতে চাই আমি। তাই বর্তমানে আমার ধ্যান-জ্ঞান চলচ্চিত্র নিয়ে। এটাই আমার চ্যালেঞ্জ। এই ঈদে ছোট পর্দায় থাকছি না বলে আমার ভক্ত ও অনুরাগীদের বলবো- মন খারাপ করবেন না। আগস্টেই আমার ‘ব্ল্যাকমেইল’ ছবিটি মুক্তি পাচ্ছে। সবাই দেখতে আসুন।

চলচ্চিত্রে আপনার প্রেরণা কে?
দীপালি : মৌসুমী, শাবনূর, পূর্ণিমা আপাদের কাজ আমাকে অনুপ্রাণীত করে। আমি চেষ্টা করি এবং স্বপ্ন দেখি একদিন উনাদের মতো বড় মাপের নায়িকা হবো, অভিনয় শিল্পী হবো। আমার জন্য দোয়া করবেন সবাই।

ঈদ কোথায় করবেন?
দীপালি : ঈদ এবার মনে হয় ঢাকাতেই করা হবে। রক ছবির শুটিং চলবে ঈদের আগ পর্যন্ত। তেমন কিছু করার সুযোগ মিলবে না। তবে ঈদের পর পর কোথাও যাওয়ার ইচ্ছে আছে।

আপনাকে ধন্যবাদ সময় দেয়ার জন্য.....
দীপালি : আপনাকেও ধন্যবাদ। জাগো নিউজের পাঠকদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।