ভাইরাল মাধুরী-বরুণের নাচের ভিডিও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

বলিউডের দুই প্রজন্মের অভিনয় শিল্পী মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ান। নব্বই দশকে মাধুরীর কোমরের দোলায় গোটা বলিউড দুলেছে। নাচের তালে ঝড় তোলা নায়িকা মাধুরী দীক্ষিত এখন আর সিনেমায় অভিনয় করেন না। কিন্তু তাকে পাওয়া যায় বিভিন্ন রিয়্যালিটি শোতে।

অন্যদিকে, স্টুডেন্ট অব দ্য এয়ার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বরণে। এরপর ‘ম্যায় তেরা হিরো’ দিয়ে আলোচনায় আসেন।

নতুন খবর হচ্ছে, দুই প্রজন্মদের এই দুই তারকা সম্প্রতি একসঙ্গে নাচলেন। তবে কোনো সিনেমায় নয়, একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে। তারা যে গানে নেচেছেন সেই গানটি ছিল মাধুরী অভিনীত ছবির একটি গান ‘ঠাম্মা ঠাম্মা লগে’।

জানা গেছে, এই গানটি রিমেক ব্যবহার করা হয়েছিল আলিয়া-বরুণের ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে।

আলিয়া-বরুণকে সেই নাচের কিছু টিপসও দিয়েছিলেন মাধুরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন একটি ভিডিও। এবার ভাইরাল মাধুরীর সঙ্গে বরুণ ধাওয়ানের নাচের ভিডিওটি। টুইটারে মাধুরীর এক ফ্যান শেয়ার করেছেন তাদের নাচের সেই ভিডিও। তারপর থেকেই ভিডিওটিতে মজেছেন বলিউডপ্রেমীরা।

এনই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।