কমলনগরে ১৫ দোকানে হামলা-ভাঙচুর


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৬ জুলাই ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাজার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজনের ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উপজেলার চরবসু বাজারে রোববার রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, উপজেলার চরবসু বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হকদের সঙ্গে স্থানীয় সালাহ উদ্দিন ভূঁইয়া ও জয়নালের বিরোধ চলে আসছে। রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাহ উদ্দিন ভূঁইয়া ও জয়নাল দলবল নিয়ে বাজারে হামলা চালান। এসময় জহিরুল হকসহ তার আত্মীয়-স্বজনদের ১৫টি দোকান ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, আবুল কালাম, মো. বাহার, ছায়েদুল হক, মোছলেহ উদ্দিন, শিব্বির আহাম্মদ, আবু জাফর, মো. সেলিম, আবদুর রহিম, আবদুস সালাম, খোরশেদ আলম, আলী আহাম্মদ, মো. হাসেম, আবদুর রশিদ ও মো. মাকছুদ। মুদি, স্টেশনারি, কসমেটিক, সার-কীটনাশক ও ভূষা মালের এসব দোকান ভাঙচুর করা হলেও ব্যবসায়ীরা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারী কাউকে পায়নি। ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।