ষোলো পৃষ্ঠায় তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ ডিসেম্বর ২০১৭

নুসরাত ইমরোজ তিশা। সময়ের ব্যস্ত একজন অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি তাকে নিয়মিতই দেখা যাচ্ছে বড় পর্দাতেও। ‘ডুব’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সদ্য মুক্তি পাওয়া ‘হালদা’ ছবিটিও দর্শক টানছে হলে। কাজ করছেন কলকাতারও একটি ছবিতে, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে।

ব্যস্ততার এই ধারাবাহিকতয় সম্প্রতি তিনি কাজ করেছেন একক নাটক ‘পেজ সিক্সটিন’-এ। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। এতে আরও দেখা যাবে তারিক আনাম খানকে।

তিশা বলেন, ‘বেশ চমৎকার একটি গল্পের নাটক ‘পেজ সিক্সটিন’। কাজ করে মজা পেয়েছি। এখানে আমার ভালো লাগার দুজন অভিনেতাকে পেয়ে অভিনয়টা আরও উপভোগ্য ছিলো।’ নির্মাতা জানালেন, এনটিভিতে নাটকটি প্রচার হবে আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে বরেণ্য ব্যবসায়ী জামশেদ মুস্তাফী। তার জীবনে দুটি ভালোবাসার জিনিস আছে। প্রথমটি হচ্ছে তার মেয়ে আরাবী চৌধুরি, দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা। আরাবীর জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে বাবা আর তার ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। যে মনে করে মহান স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করাই হচ্ছে এ প্রজন্মের মুক্তিযুদ্ধ।

সে তার পত্রিকা ‘৭১ এর যে গল্প বলা হয় নি’ নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ শুরু করেন। হল্যান্ডের এক সাংবাদিক টমিয়েল মার্সি যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তার সাথে নেটে যোগাযোগ হয় রাকিবের। বাংলাদেশে এসে মার্সি রাকিবকে একটি ফাইল দেয়, যেখানে এক মাসুদ পাহলভীর কথা বলা হয়েছে যা নির্দেশ করে জামশেদ মুস্তাফীর দিকে, যা তাকে চমকে দেয়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।