প্রকাশ্য রাস্তায় ধূমপান করিনার


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

প্রকাশ্য রাস্তায় ধূমপান করলেন করিনা কাপুর৷ অবাক করা এই কাণ্ডটি তিনি ঘটিয়েছেন লন্ডনের রাস্তায়৷

জানা গিয়েছে সইফ আলি খানের ৪৪তম জন্মদিন পালন করতে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি৷ক্ল্যারিজ হোটেলে উঠেছেন তারা৷সেখানে করিনা কাপুর সারাদিন সইফের সঙ্গে সময় কাটাবার পর সন্ধ্যায় রাস্তায় ঘুরতে বেরোন তারা৷ এই সময় হোটেলের সামনের রাস্তায় করিনাকে কানে ফোন নিয়ে বেশ বিচলিত ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়৷ কথা বলার ফাঁকে ফাঁকে বেশ খানিক্ষণ ধূমপানও করেন তিনি৷

তবে বলিউড নায়িকা কার সঙ্গে কথা বলছিলেন এই বিষয়ে কিছু জানা যায়নি৷ ফোনে কথা বলার শেষে এক অনুরাগী তার ছবি তুলতে চাইলে প্রথমে বিরক্তি প্রকাশ করলেও পরে অবশ্য তার অনুরোধ রাখেন তিনি৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।