চ্যানেল আইতে ৫ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৫ জুলাই ২০১৫

পাঁচটি চলচ্চিত্রের প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার দিবে চ্যানেল আই। আসছে ঈদ উপলক্ষে এগুলোর প্রিমিয়ার দিতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেলটি।

চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিম’অলা’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিছিল, খন্দকার বাপ্পি, আগুন প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের পঞ্চমদিন সকাল ১০.৩০ মিনিটে।

চলচ্চিত্র ‘নদীজন’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদুল ফিতরের দিন বিকেল ২.৩০ মিনিটে। কাহিনী লিখেছেন শেখ জহিরুল হক। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয়ে তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নিরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।

বাংলায় ডাবকৃত শিশুতোষ চলচ্চিত্র ‘বেবিস ডে আউট’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.৩০ মিনিটে। ছবিটি পরিচালনা করেছেন পেট্রিক রেড জনসন।

চলচ্চিত্র এক কাপ চা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায়। নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্না সেনগুপ্ত, শাকিব খান, রাজ্জাক, হুমায়ূন ফরিদী প্রমুখ।

ওয়াজেদ আলি সুমনের পরিচালনায় চলচ্চিত্র ‘কি দারুণ দেখতে’র ওয়াল্ড প্রিমিয়ার হবে ঈদের চতুর্থদিন সকাল সাড়ে ১০টায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, মাহী, ওয়াহিদা মলি­ক জলি, মিশা সওদাগর, সোহেল খান, ডা. এজাজ প্রমুখ প্রমুখ।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।