ইমনের বিপরীত মোনালিসা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ৩০ নভেম্বর ২০১৭

ত্রিশ বছরের যুবক মাহফুজ। বিয়ে থা এখনো করেনি। চাকরি করে। মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকে তাকে লোকে। তার যথেষ্ট কারণ আছে। মাহফুজ প্রতিটি কাজে মারাত্মক রকমের খুঁতখুঁতে। একা একা থাকে। মেশে না কারও সঙ্গে। আগ বাড়িয়ে কথাও বলেনা।

প্রেমও করতে পারেনি কখনও। কারণ, তার মতো এতোটা পারফেকশনিস্ট কাউকে খুঁজে পায়নি সে। ফলে তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কিন্তু মনের মতো কাউকে পাচ্ছে না বলে সংসার বাঁধতে পারছে না। এরই মধ্যে ওশিনের সঙ্গে তার দেখা হয়। কিন্তু ওশিন তার বিপরীতমূখী চরিত্রের।

এক পর্যায়ে এই দু’জন ভিন্ন চরিত্রের দুই মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ওশিন জানতে পেরেছে, মাহফুজ সুস্থ মানুষ নয়। সে একটি মানসিক রোগে ভুগছে। সেই রোগের নাম অবসেসিভ-কমপালসিভ পারসোনালিটি ডিসওর্ডার। এমনই চমৎকার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মিস্টার পারফেকশনিস্ট’।

খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে রাশেদ রাহা পরিচালিত এই নাটকে জুটি বেঁধেছেন ইমন ও মোনালিসা। আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজাকে।

নাটকটি এনটিভিতে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।