জানুয়ারিতে রাজের নতুন ছবির শুটিং

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ এএম, ৩০ নভেম্বর ২০১৭

নাটক নয়, সিনেমা নির্মাণের মাধ্যমে শুরু হবে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন বছর। ২০১৮ সালের জানুয়ারিতে রাজ শুরু করবেন তার নির্দেশনায় নতুন ছবি ‘যদি একদিন’ এর শুটিং। এখন চলছে প্রি-প্রোকাডশনের কাজ। এই ছবিটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ছবি নির্মাণের আগে বিশেষ কাজে রাজ ভারতে গিয়েছেন। ফিরবেন আজ (বৃহস্পতিবার) রাতে।

গতকাল (বুধবার) রাতে নির্মাতা রাজ ভারত থেকে জাগো নিউজকে জানান, ‘‘জানুয়ারি মাসের শুরুতেই ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু করবো। ইচ্ছে আছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ছবির শুটিং শেষ করার।’ কারা অভিনয় করবেন ছবিতে? জানতে চাইলে রাজ বলেন, ‘‘এটা এখন জানাতে চাইনা। শুধু এতটুকুই বলছি, শিল্পী নির্বাচনে বড় চমক রেখেছি। শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী দেশ থেকেও শিল্পী থাকতে পারেন।’

সবকিছুই মোটামুটি চূড়ান্ত হয়েছে। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করে বাকিটা জানানো হবে। এমনকি সেখানে নায়ক-নায়িকার নামও ঘোষণা করা হবে বলেন জানান নির্মাতা রাজ। এরই মধ্যে ‘যদি একদিন’ ছবির গানগুলো তৈরি হয়েছে। এই ছবির গান করছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট। নির্মাতা রাজের গল্পে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান।

এদিকে, ‘যদি একদিন’ ছবির অফিসিয়াল পেজটি গেল মঙ্গলবার সন্ধ্যায় ভেরিফায়েড হয়েছে। মাত্র তিনশ লাইক নিয়ে পেজটি ভেরিফাইয়েড হয়। এত কম লাইক নিয়ে বাংলাদেশের ছবির ফেসবুকের পেজের ক্ষেত্রে প্রথমবার এটি ঘটল।

এখন থেকেই ‘যদি একদিন’র ফেসবুক পেজের মাধ্যমে সার্বক্ষণিক ছবিটি সম্পর্কে নতুন তথ্য দেয়া হবে। এছাড়াও পোস্টার, টিজার, ট্রেইলার, শুটিংয়ের স্থিরচিত্রসহ ছবি সংক্রান্ত বিষয়গুলো দর্শকের সাথে শেয়ার করা হবে।

জানিয়ে রাখা ভালো, ‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত পঞ্চম ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন প্রজাপতি, ছায়াছবি, তারকাঁটা, সম্রাট ছবিগুলো। সর্বশেষ, ‘সম্রাট’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল বছর রোজার ঈদে। ছবিতে অভিনয় করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এনই/এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।