ওপেনিং ভালো হলে ম্যাচ জিতবে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৫ জুলাই ২০১৫

মিরপুর স্টেডিয়ামে চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। নিয়ন্ত্রিত বোলিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে আফ্রিকান ব্যাটসম্যানদের ১৪৮ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। সেই সাথে উঁকি দিচ্ছে ম্যাচ জয়ের স্বপ্নটাও।

ক্রিকেটপাগল আর সব মানুষের মতো আজকের ম্যাচে টাইগারদের এগিয়ে রাখছেন সাবেক প্রমীলা ক্রিকেটার ও বর্তমানে অভিনয়ের পরিচিত মুখ মিশু চৌধুরী। তিনি বললেন, ‘দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে ভালো সুবিধে করতে পারেনি। তারা যে লক্ষ দিতে নেমেছিলো সেটা পূরণ হয়নি। বাংলাদেশি বোলারদের কাছে তারা পরাস্ত হয়েছেন। সে দিক থেকে আশা করাই যায় আমরা আজকের ম্যাচ জিতব।’

মিশু আরো বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা বর্তমানে ফর্মের সেরা সময় পার করছেন। তারা যদি এই ধারাবাহিকতা ধরে রেখে ভালো শুরু করতে পারে-যেমন প্রথম দুই তিন উইকেটে ৭০-৮০ রান আসে তবে ইতিবাচক কিছু হতেই পারে। এটা স্বীকার করতেই হবে ব্যাটিং-বোলিং সব দিয়েই দক্ষিণ আফ্রিকা আমাদের চেয়ে এগিয়ে। তারা ব্যাটে যেহেতু পারেনি, বোলিংয়ে টাইগারদের হারাতে চাইবেই। বিশেষ করে ওদের অ্যাবট, ইমরান তাহির দারুণ ফর্মে রয়েছেন। ওদের মোকাবিলা করাটা সহজ হবে না।

তাই আমার মনে হয় আমাদের ওপেনিং জুটি যদি একটা মজবুত স্কোর করে দিয়ে যেতে পারে তবে আজকের বিজয়ী আমরাই হবো।’

এদিকে ক্রিকেট থেকে বিদায় নিয়ে মিশু চৌধুরী এখন ব্যস্ত রয়েছেন নাটক-টেলিছবির কাজে। তারই ধারবাহিকতায় সম্প্রতি শেষ করলেন জহির বাবুর রচনা ও নির্দেশনায় ‘লালু ভুলু’ নামের একটি টেলিছবির শুটিং।

এখানে জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়ের বিপরীতে কাজ করতে দেখা যাবে তাকে। টেলিছবিটিতে প্রাণ রায় অভিনয় করেছেন ভুলু চরিত্রে। ভুলুর বৌ মনি চরিত্রে অভিনয় করেছেন মিশু।

‘লাল-ভুলু’ টেলিছবিতে লালু চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান। আরো অভিনয় করেছেন সেলি আহসান, লাক্স তারকা তারিন, সোহেল খান প্রমুখ।

টেলিফিল্মটি নিয়ে মিশু জাগো নিউজকে বলেন, ‘খুব চমৎকার একটি গল্প নিয়ে তৈরি এটি। হাসি আছে, জীবনের বাস্তবতা আছে। এখানে যারা অভিনয় করেছেন সবাই খুব মেধাবী আর জনপ্রিয়। তাদের সাথে কাজ করে আমি উচ্ছ্বসিত। আশা করছি টেলিছবিটি ভালো লাগবে সবার।’

মিশু আরো জানালেন, টেলিফিল্মটি চ্যানেল আইতে বুধবার ২টার সংবাদের পরে প্রচার হবে। এর আগে এটি গেল শুক্রবার প্রচারের কথা থাকলেও অনিবার্য কারণে সেটি সম্ভব হয়নি।

এই দিকে বর্তমানে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে মিশু চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটক নিলাম্বরী। এছাড়া তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় আছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।