৯০টির বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হালদা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৮ নভেম্বর ২০১৭

নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞতানামা’ ছবিটি গেল বছর ঢাকাসহ সারাদেশে মাত্র নয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ওই ছবিটি প্রশংসিত হলেও কম হলে মুক্তি পাওয়ায় দর্শকরা ঠিকমতো উপভোগ করতে পারেনি। তবে ‘হালদা’র ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। তৌকীর আহমেদের এ ছবিটি সারাদেশে ৯০টির বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

‘হালদা’ পরিবেশনা করছে ‘দ্য অভি কথাচিত্র’। প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি জাগো নিউজকে আজ (মঙ্গলবার) বিকেলে বলেন, ‘এর মধ্যেই ৮০ হলে হালদা মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ছবি মুক্তির এখনো দু-দিন বাকি। আশা করছি, হল সংখ্যা ৯০ ছাড়াবে।’

তিনি বলেন, ‘রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হল, বলাকা, মধুমিতা, রাজমনি, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, রানীমহল, গীত, পূনম ইত্যাদি হলে মুক্তি পেতে যাচ্ছে ‘হালদা’। আর ঢাকার বাইরে আমরা বেছে বেছে হল দিচ্ছি। যেখানে ছবিটি দর্শকরা ভালোমতো দেখতে পারবেন সেখানেই দিচ্ছি। নইলে গড়পড়তায় হল দিলে ১০০’র বেশি হল দেয়া যেত।’

‘হালদা’ ছবিতে মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (১ ডিসেম্বর)। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান প্রমুখ। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘হালদা’ ছবি মুক্তির আগেই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বৃহৎ একটি সিনেমা হলে ‘হালদা’র প্রিমিয়ার অনুষ্ঠানিত হবে। সেখানে ‘হালদা’ ছবির কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।