পণ্যের মানের জন্যে শিল্পীরা দায়ী নন


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৪ জুলাই ২০১৫

বেশ কিছুদিন আগেই ম্যাগির বিজ্ঞাপনে অংশগ্রহণ করার কারণে আইনি নোটিশ পাঠানো হয়েছিল অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে। এবার সে বিষয়ে মুখ খুললেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘উৎপাদিত পণ্য স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, তা নিশ্চিত করা একমাত্র সংস্থার দায়িত্ব।’

বলিউডের এ গ্ল্যামার গার্ল আরো বলেন, ‘পণ্যের বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের সময় যে সমস্ত আইনি প্রক্রিয়ার সাহায্য নেয়া হয়, তা সত্য কি-না, সেটা দেখার দায়ও সংস্থারই। আর যখন সংস্থাগুলো খোদ সরকারের অনুমোদনে চলে, তখন তো কোনোভাবেই অভিনেতা-অভিনেত্রীদের দোষী করা যায় না।’

উল্লেখ্য, ৩২ বছর বয়সী প্রিয়াঙ্কা বর্তমানে ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। ভারতের মধ্যপ্রদেশের ভূপালে রক্ত স্বল্পতা প্রতিরোধ ও পুষ্টি সংক্রান্ত একটি আলোচনায় জাঙ্ক ফুড এবং একটি নির্দিষ্ট পণ্য নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এসব মন্তব্য করেন।  

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।