প্রকাশ হলো বিপ্লব সাহার মিউজিক্যালি বিপ্লব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৫ নভেম্বর ২০১৭

দেশের স্বনামধন্য উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার ‘বিশ্বরঙ’-এর বিপ্লব সাহা। ডিজাইনারের পাশাপাশি কদিন আগেই গায়ক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। বেরিয়েছে তার কয়েকটি মিউজিক ভিডিও। টিভি এবং কিছু অনুষ্ঠানেও গান গাইতে দেখা গেছে তাকে।

এরইমধ্যে জি সিরিজ থেকে রিলিজ হয়েছে তার ডেব্যু অ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব’। ৪টি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি সেই অ্যালবামে। ৪টি গানই গেয়েছেন তিনি দেবলীনা সুর এবং কোনালের সঙ্গে ডুয়েট। গানগুলো হচ্ছে- সেদিন দুজনে, আমার এই পথ চাওয়াতেই আনন্দ (দেবলীনা), আমার পরাণ যাহা চায় এবং তুমি রবে নীরবে (কোনাল)।

সময়ের অভাবে অ্যালবামটির অফিশিয়াল প্রকাশনা উৎসব করতে পারেননি বলে জানিয়েছিলেন এই ডিজাইনার-গায়ক। তবে তার অ্যালবাম তৈরির পেছনে যাদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি, সেই স্বপ্নীল সজীব এবং সামিউল ইসলাম সারপ্রাইজ দিয়েছেন তাকে। সেই সারপ্রাইজের আরেক সঙ্গী ছিলেন ডিজাইনার টুটলি রহমান।

অবশেষে গেল বুধবার গুলশানে টুটলি রহমানের বাসায় অ্যালবামটির সারপ্রাইজ প্রকাশনা উৎসব হয়ে গেল। স্বপ্নীলের জন্মদিনে সেদিন উপস্থিত ছিলেন তারিন, বিজরী বরকতউল্লাহ, আঁখি আলমগীর, কোনাল, সোহানা সাবা, ভাবনা, টুম্পা, মিথিলা, দিঠি, নির্ঝর, লিপি খন্দকার, স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পোলক, মোস্তফা খালিদ পলাশ, মহুয়া খায়ের, সঙ্গীতা খান, নাদিম কাদির, জিয়া, নিলয় সেন গুপ্তাসহ আরও অনেকেই।

অ্যালবামটি নিয়ে বিপ্লব সাহা বললেন, ‘আমি অ্যালবামটির কোনো প্রকাশনা উৎসব করতে পারিনি। তবে আমার বন্ধু টুটলি আমাকে সারপ্রাইজড করেছ এটি আয়োজন করে। আমি অবাক হয়েছিলাম, মনে মনে খুশিও! আশা করছি গানগুলো সবার মন ভরাবে।’

অ্যালবামটির সিডি যে কেউ ‘বিশ্বরঙ’-এর শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। আর জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল ও ‘বিশ্বরঙ’ ফ্যান ক্লাবের ইউটিউবে শুনতে পারবেন গানগুলো।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।