বাংলাদেশে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সুন্দরীদের প্রতিযোগিতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৫ নভেম্বর ২০১৭

বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে সুন্দরীদের নতুন প্রতিযোগিতা ‘কুইন অব সাউথ এশিয়া’। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মেয়েরা এখানে অংশ নেবে বলে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান। দেশগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও নেপাল।

এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে শিল্পী সংকট কাটতে পারে দাবি করছে প্রতিযোগিতাটির যৌথ আয়োজক বাংলাদেশের প্লাটফর্ম এটিএন ইভিন্টেস এবং ফাব কমিউনিকেশন।

লাইট, ক্যামেরা, গ্লামারের এই আয়োজনে অংশ নিতে অনেকেরই সুপ্ত বাসনা থাকে। সুন্দরীদের সেই পথে সুযোগ করে দিতেই আয়োজন করা হচ্ছে বিউটি কনটেস্ট কুইন অব সাউথ এশিয়া। এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর বনানীর এক অভিজাত রেস্তোরাঁয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে আলাদা আলাদা অডিশন শেষে গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে যে কোনো একটি দেশে। বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার প্রতিষ্ঠানও যুক্ত রয়েছে এই আয়োজনে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।