শিল্পকলায় চলছে ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৪ জুলাই ২০১৫

বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘২য় ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী ২০১৫`। গেল শুক্রবার বিকেল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালায় এটির শুভ উদ্বোধন হয়ে গেল।

প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম আর্ট কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শিল্পী সবিহ-উল আলম। বাংলাদেশ ক্যালিগ্রাফি আর্টিস্টস গিল্ড ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশের নবীন-প্রবীণ ৩৭ জন শিল্পী অংশগ্রহণ করেন।

উদ্বোধকের ভাষণে শিল্পী সবিহ-উল-আলম ক্যালিগ্রাফি শিল্পকে শিল্পকলার জগতে প্রাচীন ও আধুনিক শিল্পরীতি হিসেবে আখ্যা দিয়ে বলেন, অন্যান্য শিল্পের মতো ক্যালিগ্রাফিরও আর্ন্তজাতিক শিল্পমান সমানভাবে রয়েছে। এ ধরণের একটি প্রদর্শনীর জন্য আয়োজক বাংলাদেশ ক্যালিগ্রাফি আর্টিস্টস গিল্ডকে সাধুবাদ জানান তিনি।

আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ ক্যালিগ্রাফি আর্টিস্টস গিল্ডের চেয়ারম্যান জনাব মাহবুব মুর্শিদ তার বক্তব্যে গিল্ডের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন। আগামীতে গিল্ডের পক্ষ থেকে নবীন শিল্পীদের আরো পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন।

উল্লেখ্য, প্রদর্শনীতে মোট শিল্পকর্ম স্থান পেয়েছে ১৪০টি। শিল্পীগণ হলেন- শিল্পী সবিহ-উল আলম, আরিফুর রহমান, মাহবুব মুর্শিদ, হা মীম কেফায়েত, কানিজ ফাতিমা জয়তী, হোমায়রা লোপা, চন্দন কুমার সরকার, নাহিদা নিশা, অমিত নন্দী, ঈশা লাবণ্য, মাহফুজুর রহমান, লিজা ইরিন, শারমিন আক্তার, বেলাল হোসেন, নূরে আলম, শাবনূর জামান, শামিম আকন্দ, আসমা আক্তার, দীনা আকন্দ, নাজমুন নাহার, প্রদ্যুত কুমার, এস এম মিজানুর রহমান, কামাল আহমেদ, ওসমান হায়াত, তকি হাসান, মঞ্জুর হোসাইন, জোনায়েদ, নাদিয়া বিনতে আমীন, শামসুল আরেফিন, বায়েজীদ, এনায়েত মোনেম, সুজন মাহবুব, তারিক তোরাগ, জাহাঙ্গীর আলম, সুমাইয়া সুলতানা সালওয়া এবং এনায়েতুল্লাহ।

প্রদর্শনী চলবে ৯ জুলাই পর্যন্ত। এটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।