‌‘জীবন সংসার’ ছবির প্রযোজকের আত্মহত্যা

নাহিয়ান ইমন
নাহিয়ান ইমন নাহিয়ান ইমন , বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

সালমান শাহ-শাবনূর অভিনীত ১৯৯৬ সালের সাড়া জাগানো বাংলা ছবি ‌‘জীবন সংসার’। জাকির হোসেন রাজুর পরিচালনায় ওই ছবিটি প্রযোজনা করেছিলেন রবিউল ইসলাম প্রিন্স। এই প্রযোজক গতকাল (বুধবার) মধ্যরাতে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

রবিউল ইসলাম প্রিন্সের আত্মহত্যার খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, বুধবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় প্রিন্স আত্মহত্যা করেছেন।

নির্মাতা বাবু বলেন, কয়েকমাস ধরে আর্থিকভাবে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রিন্স। স্ত্রী ও একপুত্র শিশিরকে নিয়ে তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। এছাড়া বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে প্রিন্স আসক্ত ছিলেন। যার কারণে পারিবারিক ও বিভিন্ন মানুষের সঙ্গে তার প্রায়ই গণ্ডগোল লাগতো। এসব কারণেই প্রিন্স আত্মহত্যা করেছেন বলে তার পরিবারে খোঁজ নিয়ে জেনেছি।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে বলেন, রবিউল ইসলাম প্রিন্সের মৃত্যুর ব্যাপারে একটি ইউডি (আন-ন্যাচারাল ডেথ) মামলা দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রযোজক রবিউল ইসলাম প্রিন্সের দাফন করা হবে তার নিজ জেলা কুড়িগ্রামে। সে জন্য সন্ধ্যা ৫টা নাগাদ তার মরদেহ কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল সকালে প্রিন্সকে সেখানেই দাফন করা হবে।

উল্লেখ্য, রবিউল ইসলাম প্রিন্স নব্বই দশকে চলচ্চিত্রে প্রথম জীবনে প্রডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। এরপর তিনি জীবন সংসার ছবিটি প্রযোজনা করে ব্যবসায়ীকভাবে সফলতা লাভ করেন। তার প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘জীবন মানেই যুদ্ধ’, ‘জীবনের চেয়ে দামি’, ‌‘মানুষ মানুষের জন্য’। সর্বশেষ প্রিন্স প্রযোজনা করেছেন ময়না পাখির সংসার নামের একটি ছবি। এই ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।