পাকিস্তানে বন্যায় নিহত ৩৪৬


প্রকাশিত: ১০:০৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে দাঁড়িয়েছে। শনিবারও নতুন করে ২৪ জন মারা গেছে। বন্যার পানি নিম্নাঞ্চলে গিয়ে সিন্ধু প্রদেশে নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি শনিবার বলেছে, দেশটির দক্ষিণাঞ্চল থেকে উদ্ধারকারীরা প্রায় ৫০ হাজার লোককে উদ্ধার করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবে অন্তত ২৪ জন লোক মারা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাঞ্জাব থেকে বন্যার পানি এখন সিন্ধু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে। ফলে ওই অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে সেখানে মৃতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও দুই শতাধিক লোক মারা গেছে। সূত্র : ডন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।