মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ জুলাই ২০১৫

বগুড়ার কাহালুতে মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আখের আলী ওরফে মাহফুজ (২০) নামে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  দণ্ডপ্রাপ্ত মাহফুজ জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বান্দাইখাড়ার ৮ম শ্রেণির এক ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে বখাটে মাহফুজ প্রায়ই উত্যক্ত করত।  এ ঘটনায় ওই ছাত্রী নিজেই উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুনের কাছে অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বৃহস্পতিবার কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ফোর্স নিয়ে দুর্গাপুর বাজার এলাকা থেকে আখের আলীকে গ্রেফতার করে।  দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, সাজাপ্রাপ্ত মাহফুজকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

লিমন বাসার/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।