শহর পরিষ্কার অভিযানে হালদা টিম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৭

বাংলাদেশের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেক ঘরে, প্রতিটি মানুষের মনে পরিচ্ছন্নতার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘বিডি ক্লিন’। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে ৮ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান হাতে নিয়েছে সংগঠনটি। এ আয়োজনে অংশ নিয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‌‘হালদা’ ছবির কলাকুশলীরা। দ্বিতীয় সপ্তাহের উদ্বোধনে উপস্থিত ছিল টিম ‘হালদা’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (গতকাল) শুক্রবার আসে ‘হালদা’ টিম। পরিচ্ছন্ন বাংলাদেশ বাস্তবায়নে আয়োজিত ‘বিডি ক্লিন ঢাকা’র ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সাথে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমে পড়েন তারা। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক তৌকীর আহমেদ, অভিনয়শিল্পী জাহিদ হাসান ও সিনেমাটির আরো কয়েকজন সদস্য। শুরুতে উপস্থিত সবাইকে নিয়ে শহর পরিস্কারে উদ্বুদ্ধ করতে শপথ গ্রহণ করে ‘হালদা’র কলাকুশলীরা।

‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। এ ছবি গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আরো আছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’র পরিবেশক দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আগামী ১ ডিসেম্বর হালদা মুক্তি পেতে যাচ্ছে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।