বিনামূল্যে রাইপার ও রাইস প্ল্যান্টার পাবে হাওরের কৃষকরা


প্রকাশিত: ০২:২৩ পিএম, ০১ জুলাই ২০১৫
ফাইল ছবি

হাওর অঞ্চলের কৃষকদের বিনামূল্যে রাইপার ও রাইস প্ল্যান্টার সরবরাহের লক্ষ্যে সরকার ১০ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার হাওর অঞ্চলের কৃষকদের ঝুঁকি কমাতে এবং দ্রুত ফসল ফলানোর জন্য আধুনিক প্রযুক্তি চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকার বোরো ধান চাষের মৌসুমে কৃষকদের ভোগান্তি কমাতে হাওরাঞ্চলের কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এ কর্মসূচির আওতায় সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ২৭৫টি রাইপার এবং প্রতি তিনটি ইউনিয়নে একটি করে মোট একশ’ রাইস প্ল্যান্টার প্রদান করবে।

কৃষিমন্ত্রী বলেন, সরকার এক হাজার ৯৮০ জনকে প্রশিক্ষণ দেবে। এর মধ্যে এক হাজার কৃষক, ৪২০ জন মেকানিক, ড্রাইভার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ৬০ জন কৃষি অফিসার থাকবেন।

মতিয়া চৌধুরী বলেন, সরকার বোরো ধান চাষের মৌসুমে কৃষকদের ভোগান্তি হ্রাসে দেশের জলাভূমি এলাকায় কৃষকদের ১০ কোটি ৬০ লাখ টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি প্রদান করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব ও বীজ অধিদফতরের মহাপরিচালক আনোয়ার ফারুক এবং অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।