বিজয় দিবসে রওনক-শিমুর জয়তু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১৫ নভেম্বর ২০১৭

প্রায় দুই বছর পর একসঙ্গে অভিনয় করলেন রওনক হাসান ও সুমাইয়া শিমু। বিশেষ দিবসের বিশেষ নাটক উপলক্ষেই আবার দীর্ঘদিন পর এক হওয়া। নাটকের নাম ‘জয়তু’, এটি প্রচার হবে মহান বিজয় দিবস উপলক্ষে।

খণ্ড নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে একজন বীরাঙ্গনাকে নিয়ে। সঙ্গে থাকছে ভালোবাসার গল্পও। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। তিনি জানালেন, ‘জয়তু’ নাটকটির শুটিং হয়েছে ঢাকা ও হোতা পাড়ায়। ১৬ ডিসেম্বর উপলক্ষে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

এর গল্প প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘নাটকে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ঘটনাও থাকবে। শিমু আমার স্ত্রীর ভূমিকায় আছেন। মূলত যেদিন আমাদের বিয়ে হয়, বাসর রাতেই হানাদাররা শিমুকে তুলে নিয়ে যায়। আর তার স্বামী অর্থাৎ আমাকে হত্যা করা হয়।’

অভিনেত্রী শিমু বলেন, ‘বেশ ভালো একটি গল্প। মন ছুঁয়ে যাবে। মুক্তিযুদ্ধের উপর নানা গল্প নিয়ে নির্মাণ হওয়া কাজগুলো করতে ভালো লাগে। ‘জয়তু’ নাটকে আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি বিজয় দিবসের সেরা কাজগুলোর একটি হবে জয়তু।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।