আটকে গেছে পুরোহিত সানি দেওলের ছবি (ভিডিও)


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০১ জুলাই ২০১৫

ধর্মীয় ভাবাবাগে আঘাত আনার আশঙ্কায় সানি দেওলের বিতর্কিত ছবি ‌‌‘মহল্লা অ্যায়সি’-র মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে ছবিটিতে এমন কিছু আছে যা ধর্মীয় ভাবাবাগে আঘাত হানতে পারে। এই মামলায় পরবর্তী শুনানি হবে ৬ জুলাই।

ট্রেলার প্রকোশের পর থেকেই বিতর্কের মুখে পড়ে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘মহল্লা অ্যায়সি’ ছবিটি। কট্টর হিন্দুত্ববাদীদের মতে, এই ছবিতে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মের ভাবাবেগকে। হিন্দু ধর্মের পীঠস্থান বারাণসীকে কলুষিত করা হয়েছেও বলে অভিযোগ তাদের।

যার কারণে এই ছবির অভিনেতা সানি দেওল ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে `সর্বজন জাগ্রতি সংস্থা`। বারাণসীর বেলুপুর পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, হিন্দি সাহিত্যিক কাশীনাথ সিংহের উপন্যাস ‘কাশী কা আসসি’-র কাহিনি নিয়ে তৈরি ছবিটিতে সানি একজন সংস্কৃত শিক্ষক ও প্রাচীনপন্থী ধর্মীয় পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার।




এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।