ইমপ্রেসের ছবিতে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৭ নভেম্বর ২০১৭

প্রত্যাবর্তনে বেশ ভালোই চমক দেখাচ্ছেন অপু বিশ্বাস। সপ্তাহ খানেক আগে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘কাঙাল’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমক দিয়েছিলেন। এবার জানা গেল, আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন একসময়ের ঢালিউড শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস। ছবির নাম ‘কানাগলি’। রবিন খানের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

জানা গেছে, গত রোববার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এখনো নায়ক ঠিক হয়নি। তবে সাইমন বা বাপ্পীকে নেয়া হতে পারে প্রযোজনা সূত্রে খবর পাওয়া গেছে। ছবিটিতে দেখা যাবে আরও একজন নায়িকাকে। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারি থেকেই শুরু হবে ‘কানাগলি’র শুটিং।

ছবিটি নিয়ে অপু বলেন, ‘গল্পটি পড়ে বেশ ভালো লেগেছে। চরিত্রটাও চমৎকার। নিজের অভিনয় যোগ্যতা মেলে ধরার সুযোগ থাকবে। তাই রাজি হয়েছি ছবিটি করতে। তিনি বলেন, ইমপ্রেস টেলিফিল্ম আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ করে। তাদের ছবি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের কমতি থাকেনা। আশা করছি দর্শক-ভক্তদের চমক দিতে পারবো।

অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পায় গেল রোজার ঈদে। এ ছবিতে অপু নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি নির্মাণ করেছিলেন বুলবুল বিশ্বাস।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।