তরুণ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের রঙিনঘুড়ি


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৯ জুন ২০১৫

এশিয়ার বৃহত্তম তরুণ চলচ্চিত্র উৎসব ‘সিউল তরুণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙিনঘুড়ি’। ছবিটি বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিবে।

এবার উৎসবটির ১৭তম আসর বসছে দক্ষিণ কোরিয়ায়। আগামী ৫ থেকে ১২ই আগস্ট পর্যন্ত চলবে এটি। নির্মাতা জায়েদ সিদ্দিকী নির্মিত ‘রঙিনঘুড়ি’ ছবিটি নির্মিত হয়েছে এক পথশিশুকে কেন্দ্র করে। যে পড়তে চায়, স্কুলে যেতে চায়। কিন্তু সামাজিক বঞ্চনা তার স্বপ্নের পথে কাঁটা হয়ে দাঁড়ায়।

ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতা জায়েদ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার উৎসবে আমন্ত্রণ পাওয়াটা আমার জন্য এবং এই চলচ্চিত্রের পুরো টিমের জন্য অনেক আনন্দের। আশা করছি, আমাদের রঙিনঘুড়ি বিদেশের মাটিতেও সবাইকে মুগ্ধ করবে।’

চলচ্চিত্রের মূল ভুমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শেলী আহসান ও পথশিশুর ভুমিকায় ছিলেন হাবিব আরিন্দা। ছবিটি নির্মিত হয়েছে হোম রিফ্লেকশান প্রোডাকশানের ব্যানারে।

এর আগে ছবিটি আন্তর্জাতিক শিুশু চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে অংশ নিয়ে প্রতিযোগিতা করে। এছাড়া মুভিয়ানা ফিল্মস সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত বছর ব্যাপি বাংলাদেশি চলচ্চিত্রকারদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে ছবিটি প্রদর্শিত হয় ও প্রশংসা পায়।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।