ঠাকুরগাঁও আওয়ামী লীগের সম্মেলনের ৮ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি
কোন্দল আর গ্রুপিংয়ের কারণে সম্মেলনের আট মাস পরও গঠন হয়নি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। কবে নাগাদ হবে তাও বলতে পারছেন না নেতাকর্মীরা। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ কারণে সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচিতে নেতারা আন্তরিকভাবে সক্রিয় হচ্ছেন না।
সর্বশেষ ২০০৫ সালের ২২ মে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ জেলা সম্মেলনে রমেশ চন্দ্র সেনকে সভাপতি ও সাদেক কুরাইশীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল। এ কমিটির নেতাকর্মীরা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোট ঠাকুরগাঁওয়েও বিপুল বিজয় অর্জন করে। এছাড়াও ৫টি উপজেলা, ঠাকুরগাঁও পৌরসভা ও ইউপি নির্বাচনে দল সাফল্য অর্জন করে। কিন্তু বিগত সংসদ নির্বাচনে বিএনপির হরতালসহ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দলের ভূমিকা নিয়ে নানা বিতর্ক ও হতাশা দেখা দেয়।
এরপর দীর্ঘ ১০ বছর পর গত ১৬ অক্টোবর স্থানীয় ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে দবিরুল ইসলামকে সভাপতি ও সাদেক কুরাইশীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
সম্মেলনের পর জরুরি ভিত্তিতে কার্যকরী কমিটি গঠন করার নিয়ম থাকলেও গত ৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ফলে বিভিন্ন জাতীয় ও দলীয় কর্মসূচিতে অনেক নেতাকর্মীর অংশগ্রহণ কমে গেছে।
দলের একাধিক নেতাকর্মী সূত্রে জানা গেছে, আগে কমিটি থেকেই জেলা শাখা দ্বিধাবিভক্ত ছিল। নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্মেলনে গতি আনতে পারেনি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শীর্ষ নেতারা নিজ নিজ গ্রুপ শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি প্রভাবশালী গ্রুপ দলের নাম ভাঙিয়ে টেন্ডারবাজি, হাটবাজার নিয়ন্ত্রণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, বিচার সালিশের নামে নিরীহ লোকজনের কাছ থেকে হুমকি-ধামকি দিয়ে টাকা আদায় করতে বেপরোয়া হয়ে উঠায় দলের ভাবমূর্তি তৃণমূল পর্যায়ে মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। এমন নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়া ঠিক হবে না।
নাম প্রকাশ না করার শর্তে দলের প্রবীণ কয়েকজন নেতাকর্মী জাগো নিউজকে জানান, জেলা আওয়ামী লীগের দু`টি গ্রুপ এখন ওপেন সিক্রেট। কমিটিতে স্থান পাওয়া নিয়ে এই দুই গ্রুপে টানাপোড়েন চলছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী জাগো নিউজকে জানান, কমিটি গঠন নিয়ে কোনো কোন্দল নেই। আমরা একটি খসড়া করেছি কয়েকদিনের মধ্যে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি দবিরুল ইসলাম এমপি জাগো নিউজকে জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠনতন্ত্র অনুসারেই কমিটি সাজানো হবে।
রবিউল এহসান রিপন/এমজেড/এমএস