৮ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী বিথীর


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৮ জুন ২০১৫

খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুল সংলগ্ন সুপার মার্কেট এলাকা থেকে নিখোঁজ হওয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিথীর (৯) ৮ দিনেও সন্ধান মেলেনি। এদিকে দুর্বৃত্তরা বিথীর মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ তার পরিবারের।

নিখোঁজ বিথীর মা বেবী খাতুন ও বাবা মো. রফিক বলেন, খালিশপুর সুপার মার্কেট এলাকায় তাদের একটি হোটেল আছে। ২১ জুন রাত ৮টার দিকে হোটেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় বিথী। পরে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় থানায় একটি জিডি করা হয়। এদিকে, শনিবার সেহরির পর একাধিক মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ পরিবারের।

খালিশপুর থানার সেকেন্ড অফিসার আলমগীর সরকার বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি বেতার বার্তার মাধ্যমে সারা দেশে জানানো হয়েছে। একই সাথে তদন্ত চলছে। এ বিষয়ে র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মেয়েটিকে উদ্ধারের বিষয়ে তৎপরতা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুন রাত ৮টার দিকে শিশুটি নিখোঁজ হওয়ায় বিথীর বাবা মো. রফিক বুধবার (২৪ জুন) খালিশপুর থানায় একটি জিডি করেন (নং-১০২৬)। বিথীর গায়ের রং শ্যামলা। উচ্চতা ৪ ফিট ১ ইঞ্চি। পরনে ছিল কালো রংয়ের জামা ও লাল প্যান্ট।

আলমগীর হান্নান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।