দীপিকার ‘মাই পয়েন্ট অফ ভিউ’


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৪

প্রথমসারির এক সংবাদপত্র চেন্নাই এক্সপ্রেসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দীপিকার বক্ষদেশ জুম করে দেখানোকে ঘিরে বি-টাউন এখনও সরগরম৷ দীপিকা ‘‘মাই পয়েন্ট অফ ভিউ’! শিরোনামে নিজের মতামত ফেসবুক পেজে প্রকাশ করলেন৷

দীপিকার মতে, ‘একজন মহিলা সেলিব্রিটি অনস্ক্রিনে যা পোষাক পড়ে, অফস্ক্রিনে তার সঙ্গে কোনও মিল থাকে না৷ একজন তারকার চলচিত্র ও বাস্তবজীবনের মধ্যে আকাশ-পাতাল  পার্থক্য৷ জনগণের সামনে সেলেব্রিটির আসা মানে অযাতিতভাবে পোশাক নিয়ে চর্চা করার কোনও মানে হয় না৷ বরং তাঁকে যথাযথ সম্মান দেওয়া উচিত৷ সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের অনস্ক্রিন ‘সিক্স প্যাক’ নিয়েও উত্তেজনা তুঙ্গে৷ তার মানে তো এই নয় ব্যক্তিগত জীবনে শাহরুখের শরীরের কোনও বিশেষ কোনও জায়গার শট নিয়ে মাতামাতি করা হবে’ অবশেষে তিনি লেখেন অনস্ক্রিনে তাঁর শরীরী আবেদন নিয়ে চর্চা হলে কোনও ব্যাপার নয়, কিন্তু অফস্ক্রিনে একজন তারকার যোগ্য সম্মান পেতে চান তিনি৷

এছাড়াও তিনি বলেন, চেন্নাই এক্সপ্রেসের ট্রেলার লঞ্চের ছবি অনেক পুরনো৷ সেগুলোকে সম্মিলিত করে এতদিন পর নিম্নমানের শিরোনাম দিয়ে প্রকাশ করাকে ধিক্কার জানিয়েছেন দীপিকা৷ সম্প্রতি এক সংবাদ পত্র প্রশ্ন তুলেছে একজন পুরুষ সেলিব্রিটির সিক্স প্যাক দেখানো হলে মহিলা সেলেবের বক্ষদেশকে দেখানোর ক্ষেত্রে আলাদা নিয়ন কেন?

‘মাই পয়েন্ট অফ ভিউ’ তে দীপিকা বলেন, একজন মহিলার ক্ষেত্রে বক্ষদেশের খাঁজ যৌন আবেদনের অন্যতম অঙ্গ৷ সমগ্র ভারতবাসী চান আমাদের দেশ থেকে ধর্ষণ, ভয়ের মতো ঘটনাকে বিলুপ্ত করে সুস্থ্ পরিবেশ গড়ে উঠুক৷ আর সেই জন্যই কোনো কিছু না লুকিয়ে দীপিকার মতে স্পস্ট কথায় কষ্ট নেই৷

‘ফাইন্ডিং ফ্যনি’ স্টার দীপিকা জানান, ফিল্মি কেরিয়ারে তিনি নতুন নন৷ তাঁর কাছ থেকে দর্শকের অনেক চাহিদা থাকে৷ চরিত্রের প্রয়োজনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা প্রয়োজন না উন্মুক্ত শরীরে অভিনয় করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিজে নেন দীপিকা৷

দীপিকার মনে করেন, কোনো মহিলা বা পুরুষ তারকার বিশেষ অঙ্গ নিয়ে চর্চচা করা মানে ক্রিসপি শিরোনামে খবরের কেনা-বেচা করা৷ আর সেটা যদি কোনো মহিলা সেলেব সংক্রান্ত কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই৷ প্রত্যেকের উচিত সকলের প্রতি সম্মান দেখানো৷প্রথমসারির এক সংবাদপত্র চেন্নাই এক্সপ্রেসের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দীপিকার বক্ষদেশ জুম করে দেখানোকে ঘিরে বি-টাউন এখনও সরগরম৷ দীপিকা ‘‘মাই পয়েন্ট অফ ভিউ’! শিরোনামে নিজের মতামত ফেসবুক পেজে প্রকাশ করলেন৷

দীপিকার মতে, ‘একজন মহিলা সেলিব্রিটি অনস্ক্রিনে যা পোষাক পড়ে, অফস্ক্রিনে তার সঙ্গে কোনও মিল থাকে না৷ একজন তারকার চলচিত্র ও বাস্তবজীবনের মধ্যে আকাশ-পাতাল  পার্থক্য৷ জনগণের সামনে সেলেব্রিটির আসা মানে অযাতিতভাবে পোশাক নিয়ে চর্চা করার কোনও মানে হয় না৷ বরং তাঁকে যথাযথ সম্মান দেওয়া উচিত৷ সম্প্রতি বলিউড বাদশা শাহরুখ খানের অনস্ক্রিন ‘সিক্স প্যাক’ নিয়েও উত্তেজনা তুঙ্গে৷ তার মানে তো এই নয় ব্যক্তিগত জীবনে শাহরুখের শরীরের কোনও বিশেষ কোনও জায়গার শট নিয়ে মাতামাতি করা হবে’ অবশেষে তিনি লেখেন অনস্ক্রিনে তাঁর শরীরী আবেদন নিয়ে চর্চা হলে কোনও ব্যাপার নয়, কিন্তু অফস্ক্রিনে একজন তারকার যোগ্য সম্মান পেতে চান তিনি৷

এছাড়াও তিনি বলেন, চেন্নাই এক্সপ্রেসের ট্রেলার লঞ্চের ছবি অনেক পুরনো৷ সেগুলোকে সম্মিলিত করে এতদিন পর নিম্নমানের শিরোনাম দিয়ে প্রকাশ করাকে ধিক্কার জানিয়েছেন দীপিকা৷ সম্প্রতি এক সংবাদ পত্র প্রশ্ন তুলেছে একজন পুরুষ সেলিব্রিটির সিক্স প্যাক দেখানো হলে মহিলা সেলেবের বক্ষদেশকে দেখানোর ক্ষেত্রে আলাদা নিয়ন কেন?

‘মাই পয়েন্ট অফ ভিউ’ তে দীপিকা বলেন, একজন মহিলার ক্ষেত্রে বক্ষদেশের খাঁজ যৌন আবেদনের অন্যতম অঙ্গ৷ সমগ্র ভারতবাসী চান আমাদের দেশ থেকে ধর্ষণ, ভয়ের মতো ঘটনাকে বিলুপ্ত করে সুস্থ্ পরিবেশ গড়ে উঠুক৷ আর সেই জন্যই কোনো কিছু না লুকিয়ে দীপিকার মতে স্পস্ট কথায় কষ্ট নেই৷

‘ফাইন্ডিং ফ্যনি’ স্টার দীপিকা জানান, ফিল্মি কেরিয়ারে তিনি নতুন নন৷ তাঁর কাছ থেকে দর্শকের অনেক চাহিদা থাকে৷ চরিত্রের প্রয়োজনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা প্রয়োজন না উন্মুক্ত শরীরে অভিনয় করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিজে নেন দীপিকা৷

দীপিকার মনে করেন, কোনো মহিলা বা পুরুষ তারকার বিশেষ অঙ্গ নিয়ে চর্চচা করা মানে ক্রিসপি শিরোনামে খবরের কেনা-বেচা করা৷ আর সেটা যদি কোনো মহিলা সেলেব সংক্রান্ত কিছু হয় তাহলে তো কোনো কথাই নেই৷ প্রত্যেকের উচিত সকলের প্রতি সম্মান দেখানো৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।