সেদিন বৃষ্টি ছিল


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৪

অনেক দিন পর আবারও বড়পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় নায়িকা রত্না। আজ  সারা দেশে তার ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবিটি মুক্তি পেয়েছে।

শাহীন সুমন পরিচালিত ডিজিটাল ভূতের এই ছবির মূল ভূমিকায় তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নবাগত সুমিত ও অভিকে। সিনেমার কাহিনীতে দেখা যাবে,  দুই সহপাঠীর একজন আরেকজনকে পছন্দ করে। কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। তাই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে একদিন সবাই মিলে বনভোজনে যায়। তখন পরিকল্পনা অনুযায়ী বাকি বন্ধুরা ঐ দু’জনকে ফেলে রেখে সেখান থেকে ফিরে আসে। মেয়েটি ভয় পেয়ে তার ভাইদের যেতে বলে। ঠিক সে সময় বৃষ্টি নামে। ছেলেটি মেয়েটিকে নিয়ে ছাদে যায় তার মনের কথা বলার জন্য। কিন্তু সে সময় বিপত্তি ঘটে। ছেলেটি ছাদ থেকে পিছলে নিচে পড়ে যায়। ঠিক সে সময় মেয়ের ভাইয়েরা হাজির হয়। তারা সমস্যা হবে মনে করে বোনের বাধা সত্ত্বেও ছেলেটিকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর বোনকে সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করে। পরে বোনকে আরেক ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীকে নিয়ে  সেই একই স্থানে ঘুরতে আসে। তখনই ঘটে বিপত্তি। দেখতে পায় কবর দেয়া ছেলেটিকে।

নায়িকা রত্নার ভাবনায় ছবিটির সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি সম্পর্কে রত্না বলেন, এ ছবির মাধ্যমে বাংলাদেশের দর্শকরা প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভৌতিক গল্পের স্বাদ পাবেন। ব্যতিক্রমী গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। ছবিতে বেশ কিছু গ্রাফিক্সের কাজ রয়েছে। যেটা দেখে দর্শকরা শিউরে উঠবেন বলে আমার ধারণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।