বুশরার গানের মডেল কলকাতার নায়ক ওম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০১ নভেম্বর ২০১৭

কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের গানের মডেল হলেন কলকাতার নায়ক ওম। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গের মান্দারমনি সি বিচে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানের শিরোনাম ‘তোমার আমার গল্প’। বলিউডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা।

গানের মডেল হওয়ার পাশাপাশি কথা লিখেছেন বুশরা নিজেই এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রিক বসু। দিল্লী থেকে বুশরা জাগো নিউজকে বললেন, ‘মিউজিক ভিডিওতে দেখা যাবে একটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পের। যেখানে ফুটে ওঠবে বিয়ের পর একটি দম্পতির মন দেয়া-নেয়ার গল্প।’

বিজ্ঞাপন

বুশরা আরও বলেন, ‘একেবারেই ফিল্মী স্টাইলে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ওম সিনেমার নায়ক। সে নাচে বেশ অভিজ্ঞ। আমি অনেক কষ্ট করে কাজটি করেছি। গানের মধ্যে কিছুর রোমান্স দেখানো হয়েছে। অনেক বড় বাজেটের একটি কাজ এটি। পুরোপুরি কলকাতার টিম নিয়ে কাজটি করা হয়েছে। মনের মতো কাজ হয়েছে এটি। আমার বিশ্বাস কাজটি হিট হবে।’

‘তোমার আমার গল্প’ গানটি চলতি মাসের শেষে ইউটিউবে প্রকাশ হবে। এ গানের নিবেদনে থাকছে প্রাণ লিচি ড্রিংক্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার মেয়ে বুশরা মূলত গান করেন। এর আগে এটিএন বাংলা, মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা ছিলেন। ভূবন মাঝি, পোড়ামন ২ ছবিতেও গেয়েছেন তিনি। স্থাপত্যবিদ্যায় স্নাতোত্তর করছেন দিল্লীর একটি বিশ্ববিদ্যালয়য়ে। পাশপাশি গান করছেন। অন্যদিকে ওম কলকাতার জনপ্রিয় নায়ক। বাংলাদেশেও বেশ পরিচিত। এর আগে তিনি অগ্নি ২, হিরো ৪২০, প্রেম কি বুঝিনি, পাষাণ ছবিতে কাজ করেছেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।