চলচ্চিত্র নির্মাণে আসছেন সিকান্দার বক্সের নির্মাতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ০১ নভেম্বর ২০১৭

জনপ্রিয় ধারাবাহিক নাটক আরমান ভাই, সিকান্দার বক্স, চুপ ভাই কিছু ভাবছে, এভারেজ আসলামের নির্মাতা সাগর জাহান। ছোটপর্দার সেরা নির্মাতাদের একজন তিনি। এই নির্মাতা এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। বর্তমানে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রাথমিক যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এখন তিনি তাই করছেন। জাগো নিউজের সঙ্গে আলাপে বুধবার দুপুরে সাগর জাহান বললেন, চলচ্চিত্র নির্মাণ করবো এই সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত।

তিনি বলেন, ‌‘আগামী বছর শরতের আকাশ মাথায় নিয়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ছবির শুটিং করতে চাই। ছবি বানাতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সবকিছু রেডি করতে এক বছর লাগবে বলে আমি মনে করি।’

সাগর জাহান বলেন, ‘এখন গল্প, চিত্রনাট্যের কাজ করছি। গল্প আমার নিজের। এছাড়া পরিচালক হওয়ার জন্য এফডিসির পরিচালক সমিতিতে সদস্যপদ হওয়ার যে প্রক্রিয়া সেটাও চলছে। মাস দেড়েক আগে পরিচালক সমিতিতে ইন্টার্ভিউ দিয়েছি। সেখান থেকে গ্রিন সিগন্যালের চিঠিও পেয়েছি।’

এর আগে বহু জনপ্রিয় নাটক নির্মাণ করে সাগর জাহান নিজেকে পরিণত করেছেন ব্র্যান্ড হিসেবে। তার সব গল্প ও নাটকে দর্শকরা পেয়েছেন কোনো না কোনো চমক। চলচ্চিত্রের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলে জানান তিনি। সাগর জাহান বলেন, ‘আমি নাটক নির্মাণ করি বড় পরিসরে। তাছাড়া আমার নিজস্ব একটা ক্যানভাস আছে। চলচ্চিত্র যেহেতু অনেক বড় মাধ্যম তাই প্রস্তুতিও নিচ্ছি মজবুতভাবে।

আমার কাছ থেকে দর্শকরা অনেক রকমের নাটক পেয়েছেন। বিশেষ করে, উৎসব কেন্দ্রিক নাটকগুলো ছিল মজার। চলচ্চিত্রের ক্ষেত্রেও নানা চমক থাকবে। দর্শক আমার কাজ দেখে হতাশ হবে না বলেই আশা রাখি।’

ছবি নির্মাণে আসলেও এখনো ছবির নাম, অভিনয় শিল্পী কারা থাকবেন সেগুলো চূড়ান্ত হয়নি বলে জানান সাগর জাগান। তিনি বলেন, ‘গত সোমবার আমার চাচা ( চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু) কে নিয়ে এফডিসি গিয়েছিলাম। ওইদিন থেকে ছবি নির্মাণের জন্য প্রস্তুতি শুরু করেছি। ছোট পর্দার মতো বড় পর্দাতেও আমি আমার মেধা-পরিশ্রমের স্বাক্ষর রাখতে চাই।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।