জয় দিয়ে বার্সেলোনার শুরু


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল বার্সেলোনা৷ বুধবার ন্যু ক্যাম্পে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়াকে ১-০ হারায় স্প্যানিশ দৈত্য৷ জিতলেও ম্যাচে বিশেষ দাগ কাটতে পারেননি বার্সার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমার৷

ম্যাচের ২৮ মিনিটে জেরার্ড পিকে-র একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা৷ নতুন কোচ লুইস হেনরিকের তত্ত্বাবধানে বার্সা জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলেও এদিন তাদের অ্যাসিড টেস্টের মুখে ফেলে দেয় সাইপ্রাসের ক্লাবটি৷ হেনরিকের কোচিংয়ে এদিন রক্ষণাত্মক ফুটবলই খেলে বার্সেলোনা৷ অ্যাপোয়েল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল৷ কিন্তু, বার্সার ডিফেন্সে প্রতিহত হয় প্রতিপক্ষের শট৷

এদিন শুরু থেকেই তিন স্ট্রাইকার মেসি, নেইমার ও হাদ্দাদিকে নিয়ে শুরু করে  বার্সা কোচ হেনরিকে৷ ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন নেইমাররা৷ কিন্তু, প্রতিপক্ষের গোলের মুখ খুলতে পারেননি মেসি-নেইমাররা৷ ম্যাচের ২৮ মিনিটে মেসির পাশ থেকে অ্যাপোয়েলের জালে বল জড়ান পিকে৷ শেষ দিকে গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ ছিল বার্সার সামনে৷ কিন্তু, ইনিয়েস্তা, জাভিরা গোলের ব্যবধান বাড়াতে পারেননি৷- ওয়েবসাইট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।