পাঁচ মাস অভিনয় করবেন না অঙ্কুশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৮ অক্টোবর ২০১৭

হুট করেই লাপাত্তা কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা! হ্যাঁ ঠিকই শুনছেন, এ মুহূর্তে কলকাতায় নেই অঙ্কুশ, এমনকি কোনো ছবির কাজ করছেন না। ‘কেল্লাফতে’ ছবির এ নায়কের খুব কাছের মানুষরা জানেন তিনি আসলে কী করছেন।

অঙ্কুশের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি এখন কলকাতা ছেড়ে আছেন মুম্বাইতে। সেখানে নিজের কথা বলা, অভিনয়, নাচ, ফাইটিং, ফিটনেসসহ পুরো গ্রুম করছেন। এককথায় অঙ্কুশ নিজেকে ঢেলে সাজাচ্ছেন। তাই বিরতি নিয়েছেন সাময়িকভাবে সিনেমা থেকে। পাঁচ মাস পরই অঙ্কুশ ফিরবেন নতুন লুকে। এ সময়ে তিনি অভিনয় করবেন না।

অঙ্কুশ যেভাবে নিজের প্রেজেন্টেশনের কথা ভাবছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছেন তার ভক্তরা। অঙ্কুশ ভক্তদের বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে, এ অভিনেতার এ নতুন চমকের জন্য।

২০১৪ সালে কলকাতার প্রথম ‘কেল্লাফতে’ ছবি মুক্তি পায় অঙ্কুশের। এরপর ইডিয়েড, আমি শুধু চেয়েছি তোমায়, কানামাছি, খিলাড়ী, রোমিও ভার্সেস জুলিয়েট, জামাই ৪২০, আমি যে কে তোমার ছবিতে অভিনয় করে অঙ্কুশ হয়ে ওঠেন টলিউডের জনপ্রিয় নায়ক।

শুধু কলকাতা নয়, বাংলাদেশেও বেশ পরিচিত এই ডান্সিংস্টার। সর্বশেষ গেল দুর্গাপূজায় অঙ্কুশ অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত ‘বলো দুর্গা মাইকি’ ছবিটি মুক্তি পায়।

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।