এবার ইন্দ্রনীলের বিপরীতে মিষ্টি জান্নাত


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৫ জুন ২০১৫

ঢাকাই ছবিতে সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। চলতি মাসেই ব্যাংককে কলকাতার নায়ক সোহমের সাথে ‘আমার প্রেম তুমি’ নামের একটি ছবির শুটিং করে এলেন তিনি।

এবার তিনি জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সাথে। জানা গেছে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হবে ড. নীহাররঞ্জন গুপ্তের বিখ্যাত গোয়ান্দা কাহিনি কিরীটি অমনিবাস অবলম্বনে ‘কিরীটি দ্যা চক্রী’। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন ভারতের পশ্চিম বঙ্গের জনিপ্রয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তার বন্ধু-লেখকের ভূমিকায় দেখা যাবে আমিন খানকে। আর সেখানে নায়িকা চরিত্রেই দেখা যাবে মিষ্টি জান্নাতকে।

মিষ্টি জাগো নিউজকে বলেন, ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সজল আহমেদ এবং ভারতের অভিজিত সোম। এটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হেবেন মাল্টিমিডিয়া এবং ভারতের আর কে মুভিজ।

এর দৃশ্যধারণের কাজ শুরু হবে চলতি বছরের আগস্টের প্রথমদিকে। ভারতের অন্ধ্র প্রদেশের ভাইজাক সমুদ্র সৈকত পাড়েই হবে প্রথম শুটিং। এরপর বাংলাদেশে, ভারতের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হবে।

মিষ্টি জান্নাত ইন্দ্রনীলের সাথে অভিনয় করা নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ার ও সাফল্য নিয়ে অনেকেই ঈর্ষণীয়। কিছুদিন আগেই সোহমের সাথে ছবিটি নিয়ে অনেকেই নানা বিভ্রান্তি ছড়িয়েছেন। কিন্তু সত্যটা হলো, আমি ইন্ড্রাষ্ঠ্রিতে কাজ করতে এসেছি-নাটক নয়। প্রতিনিয়িতই নিজেকে এগিয়ে রাখতে চাই আমি। মনযোগ দিয়ে ক্যারিয়ারটাকেও এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যের পথচলায় খুবই ভালো লাগছে সোহমের পর এবার ইন্দ্রনীলের সাথে কাজ করার সুযোগ পেয়ে। আমি ইন্দ্রনীলের অভিনয়ের ভক্ত। এছাড়া আমাদের দেশে ওর অনেক দর্শক-অনুরাগী রয়েছে। আশা করছি আমাদের করা ছবিটি তাদেরকে ভালো লাগার নতুন মাত্রা দেবে।’

মিষ্টি বলেন, ‘সিনেমার গল্পটি অনেক ভালো লেগেছে। সিনেমাটি দেখে দর্শক পুরানো দিনের ছবি দেখতে পাবেন। এখানে চল্লিশ দশকের আবহ ফুটে উঠবে।’

জানা গেছে, ছবিতে মিষ্টি ও ইন্দ্রনীল ছাড়াও অভিনয় করবেন অমিত হাসান, কলকাতার পান্নু মিত্রসহ অনেকে। এতে গান থাকেছে তিনটি। সবগুলো গানের সংগীত করবেন ভারতের দেবজ্যাতি মিত্র।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।