করণ জোহরের নতুন ছবিতে কাজল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৫ অক্টোবর ২০১৭

বলিউডের রুপালি পর্দা কাঁপানো তারকা কাজল। যশ-খ্যাতি সম্মান কিছুরই অভাব নেই তার। তবে আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না এই তারকাকে। সংসারী হয়ে পালন করছেন সাংসারিক দায়িত্ব।

মাঝে মধ্যে ঢুঁ মারেন রুপালি পর্দায়। বলিউডে সর্বশেষ কাজলকে দেখা গিয়েছিল শাহরুখ সঙ্গে ‘দিলওয়ালে’ ছবিটিতে। তারপর একটি তামিল ছবিতে দক্ষিণের নায়ক ধানুশের বিপরীতে হাজির হয়েছিলেন তিনি। তবে সেটি খুব একটা আলোচনায় আসেনি। কাজলকে পাওয়া যায়নি স্বমহিমায়।

কাজল ভক্তদের জন্য খুশির খবর হলো, তিনি আবারও কাজ করতে যাচ্ছেন তার বন্ধু নির্মাতা করণ জোহরের ছবিতে। এ পর্যন্ত করণের মোট তিনটি ছবিতে কাজ করেছেন কাজল। ‘কুচ কুচ হোত্যা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘মাই নেম ইজ খান’। তিনটি ছবিই হয়েছিল ব্লকবাষ্টার।

বিজ্ঞাপন

মজার ব্যাপার হলো তিনটিতেই রুপালি পর্দায় কাজলের সঙ্গী ছিলেন বলিউড কিং শাহরুখ। তবে নাম ঠিক না হওয়া করণের নতুন ছবিটিতে শাহরুখ থাকছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে গুঞ্জন আছে, তিন খানেরই কোনো একজন থাকবেন।

সম্প্রতি কাজলের জন্মদিনে তার বাড়িতে হাজির হন করণ। আর সেখানেই কাজলকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।