একসঙ্গে পার্টি মাতালেন শাহরুখ ও রণবীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ২৪ অক্টোবর ২০১৭

প্রাণবন্ত মানুষ হিসেবে সুনাম আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। যেখানেই যান মাত করে রাখেন। প্রচারের আলোটুকু কেড়ে নেন নিজের দিকে। আর নতুন প্রজন্মের নায়কদের মধ্যে বেশ চঞ্চল রণবীর কাপুর। শাহরুখের সঙ্গে আবার সম্পর্কটাও জমজমাট। সেই রসায়ন দেখা গিয়েছিলো একটি পুরস্কার প্রদান মঞ্চে।

এবারে এই দুজন একসঙ্গে নেচে গেয়ে মাতিয়ে দিলেন একটি পার্টি। সম্প্রতি দেওয়ালি পার্টিতেই অন্য রূপে ধরা দিয়েছেন শাহরুখ খান ও রণবীর কাপুর।

বলি পার্টিতে ‘বোলে চূড়িয়া…’র তালে নাচলেন এই দুই তারকা। করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে ছিল এই গান। শাহরুখ নিজে অনস্ক্রিন পারফর্ম করেছিলেন। সঙ্গে ছিলেন কাজল, করিনা কাপুর ও হৃতিক রোশন। করবা চৌথের অনুষ্ঠানে ছবিতে গানটি ব্যবহার করেছিলেন করণ।

পার্টিতে গানের সঙ্গে নাচের ভিডিওটি রণবীর তার টুইটারে শেয়ারও করেছেন। সেটি দেদারছে শেয়া হচ্ছে। পড়ছে প্রচুর কমেন্টসও।

কিন্তু রণবীরের নাচ দেখে বলি মহলের একটা বড় অংশ মনে করছেন, সুযোগ পেলে অনস্ক্রিন রণবীরও এই গানটার সঙ্গে দারুণ পারফর্ম করতেন। রণবীর ও শাহরুখ দু’জনেই যে তুমুল এনজয় করেছেন তাও বোঝা গেল। তারা বুঝিয়ে দিলেন একসঙ্গে ছবি করলে সেটাও বাজিমাত করে দেবেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।