চলচ্চিত্রের ব্যস্ততায় সমাপ্তি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩ এএম, ২৩ অক্টোবর ২০১৭

রুপালি পর্দায় শুরুটা ঢাকাই ছবির মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী সারোয়ারের ‘আয়না’ ছবির মাধ্যমে হলেও চলতি বছর অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন সমাপ্তি মাসুক। বর্তমানে সাইফ চন্দনের ‘আব্বাস’ এবং রবিন খানের ‘মন দেব মন নেব’ দুটি ছবিতে অভিনয় করছেন। এই অভিনেতা বলেন, চলচ্চিত্রের অভিনয়ের আগ্রহটা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে তার ব্যস্ততাও বাড়ছে।’

সমাপ্তি বলেন, ‘আমি আর্তনাদ থিয়েটার থেকে নাটকে অভিনয় করছি। নাটকের একজন নিয়মিত শিল্পী। অভিনয় ভালোবাসি। এখন চলচ্চিত্রে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে, নাটক এবং চলচ্চিত্রে কাজ করা এক জিনিস নয়। চলচ্চিত্রের জন্য আলাদা প্রস্তুতি লাগে। শারীরিক গড়ন, নাচ, মারামারি আর অভিনয় তো রয়েছেই! আমি একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘ফিল্মের নির্মাতারা এখন আমাকে ডাকছেন। সেজন্য আমার আগ্রহও বাড়ছে। তবে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলে নাটক ছেড়ে দেব এমন ভাবনা আমার নেই। কারণ নাটক আমার পরিচিতি এনে দিয়েছে। এ মাধ্যমটাকে আমি ভালোবাসি। টিভি নাটক আমার মূল শেকড়। তাই ছোট পর্দা আমি কখনোই ছাড়ব না।’

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু আব্বাস ছবিতে সমাপ্তিকে দেখা যাবে ইতিবাচক চরিত্রে। আবার ‘মন দেব মন নেব’ ছবিতে অভিনয় করছেন খল চরিত্রে। অভিনয়ের এই বৈচিত্র্যতাকে তিনি করে নিয়েছেন পাথেয়।

সমাপ্তি বলেন, ‘ভয়ঙ্কর সুন্দর ছবির কিছু দৃশ্য কাটা হয়েছে। ওইগুলো থাকলে ছবিটি আরও পূর্ণতা পেতে। বাকি যে দুটো ছবিতে কাজ করছি দুটিতে চমক থাকবে। দুটি ছবি বর্তমানে নির্মাণাধীন।’

অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চুর ভাতিজা ও শতাব্দী ওয়াদুদের ছোট ভাই সমাপ্তি। তবে তিনি পরিচিতি অর্জন করে নিচ্ছেন আপন আলোয়, নিজের প্রতিভার জোরেই। সমাপ্তি বলেন, ‘আমি খুবই ভাগ্যবান, আমার পরিবারে শহিদুল ইসলাম সাচ্চু ও শতাব্দী ওয়াদুদের মতো বড় মাপের দুজন অভিনেতা আছেন। তাদের নিয়ে আমি অনেক গর্ব করি। তারা আমার অনুপ্রেরণা আবার তারাই আমার প্রতিদ্বন্দ্বী। অনুজ হিসেবে আমি তাদের বলয়ের বাইরে গিয়ে নিজের কাজের সাক্ষর রেখে যেতে চাই।’

সমাপ্তি অভিনীত নীড় খোঁজে গাঙচিল, মুশোখ, কর্পোরেট, টাইম ইত্যাদি নাটক এটিএন বাংলা, দেশ টিভি ও চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে। আরও কিছু নাটকের শুটিং চলছে বলে জানান সমাপ্তি। কিছুদিন আগে অমিতাভ রেজার নির্দেশনায় রাঁধুনি সরিষার তেল, তৌহিদ মিতুলের বিএসআরএম স্টিলের বিজ্ঞাপনে কাজ করেছেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।