আমার বাবা রাজাকার ছিলেন না : আগুন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ অক্টোবর ২০১৭

প্রয়াত নির্মাতা, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক ও অভিনেতা খান আতাউর রহমানকে নিয়ে সম্প্রতি বিতর্কের জেরে সংবাদ সম্মেলন ডেকেছিল চলচ্চিত্রের বৃহত্তর সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এটি আহ্বান করেন সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রদর্শিত হয় খান আতাউর রহমান পরিচালিত ছবি ‘আবার তোরা মানুষ হ’ ছবি। মূলত নাট্যজন-মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফের করা একটি মন্তব্যের প্রতিবাদে এর আয়োজন করা হয়েছে।

গেল সপ্তাহে নিউ ইয়র্কে সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে নাসির উদ্দিন ইউসুফ প্রয়াত আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এরপর বলেন, ‘আবার তোরা মানুষ হ’ এটা তো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ!’ পরে খান আতাকে উদ্দেশ্য করে বাচ্চু বলেন, ‘আরে তুই মানুষ হ। তাই না! তুই তো রাজাকার ছিলি।’

কয়েকদিন ধরে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। এবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করল বাংলা চলচ্চিত্র পরিবার। সংগঠনের নেতা ফারুক সংবাদ সম্মেলনের শিরোনাম দিয়েছেন, ‘দুঃখের কিছু কথা বলতে চাই’।

সেখানে উপস্থিত ছিলেন খান আতার ছেলে কণ্ঠশিল্পী আগুন। তিনি বলেন, ‘এভাবে গুণী মানুষদের ছোট করতে নেই। আমার বাবাকে দেশের সবাই চেনেন ও জানেন। আজকে হঠাৎ তাকে রাজাকার বলে দিলেই তাকে খাটো করা যাবে না। আমি যদি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হয়ে থাকি তবে অবশ্যই এ যুদ্ধে আমি জয়ী হবই।’

তিনি আরও বলেন, ‘প্রমাণ হবেই আমার বাবা (খান আতাউর রহমান) রাজাকার ছিলেন না। আমার সঙ্গে দেশবাসী রয়েছেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার বিশ্বাস বাচ্চু চাচা (নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু) তার ভুল বুঝতে পারবেন এবং তার ব্ক্তব্য ফিরিয়ে নেবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফারুক, আমজাদ হোসেন, সিবি জামান, শেখ নজরুল ইসলাম, কাজী কামাল ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ চলচ্চিত্রের অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।