শুটিং হাউজে হামলার শিকার অভিনেতা সৌমিক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০১৭

অভিনেতা সৌমিক আহমেদ রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের স্ক্রিপ্ট শুটিং হাউজে লাঞ্ছনার শিকার হয়েছেন। গতকাল (রোববার) রাত ১১টা নাগাদ পার্থ নামের এক নবীন নির্মাতার নির্দেশনায় মিউজিক ভিডিওর শুটিং শেষে বের হওয়ায় সময় স্ক্রিপ্ট হাউজের ম্যানেজার আলাউদ্দিন ও কর্মীরা সৌমিককে মারধর করে বলে তিনি অভিযোগ করেন।

সৌমিক বলেন, ‘গতকাল রোববার শুটিং প্যাক-অ্যাপ করার পর শুটিংয়ের গাড়িতে ফেরার জন্য বসেছিলাম। দেখলাম শুটিং হাউজের ম্যানেজার গেট বন্ধ করে দিয়েছেন। সেসঙ্গে টেকনিশিয়ানদের গাড়িও আটকে রাখেন। এ বিষয়ে কথা বলতে গেলে রীতিমতো মাস্তানি শুরু করেন।’

কিন্তু কেন তারা এমন করল? জানতে চাইলে সৌমিক বলেন, ‘তাদের যে দাবি সেটা পুরোপুরি অন্যায়। ওরা দাবি করে, তাদের একদিনের পারিশ্রমিক অতিরিক্ত দিতে হবে। আমি প্রতিবাদ করতে গেলে গালিগালাজ করে। টেকনিশিয়ানদের পক্ষ নিয়ে কথা বলায় আমার ওপর চড়াও হয়, আমার গায়ে হাত তোলে, লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে মারতে। পরে অন্যরা আমাকে টেনে বের করে নিয়ে আসে।’

সৌমিক আরও জানান, ‘স্ক্রিপ্ট হাউজ’ ম্যানেজারের নাম আলাউদ্দিন। চার-পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা টেনে সৌমিক বলেন, ‘দীর্ঘদিন কাজ করছি, কিন্তু এমন বাজে পরিস্থিতি এবং বাজে শুটিং হাউজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোপূর্বে কখনোই ঘটেনি। হতাশ হলাম।’

শরীরে আঘাতের বর্ণনা করে গতকালের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অভিনয় শিল্পী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে ওই শুটিং হাউজটির এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। যাতে আর কোনো অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের বিপদে না পড়তে হয়, অপমানের শিকার না হতে হয়।’

শুটিং হাউজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আলীম এ বিষয়ে জাগো নিউজকে বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি গত রাতেই। জানতে পেরেছি রাতেই শুটিং ইউনিট থেকে জানানো হয় আগে বুকিং দেয়া থাকলেও পরদিন সেখানে শুটিং হবে না। শুটিং বাড়িটি লোকেশনের সঙ্গে ম্যাচ করছে না। এরপর শুটিং হাউজের ম্যানেজার পরদিন শুটিং হবে না জেনে ক্ষতিপূরণ দাবি করে। এটা কিন্তু হাউজ কর্তৃপক্ষ করতেই পারে। নইলে একদিন হাউজ খালি থাকত। এতে তো আর্থিক ক্ষতি হতো।

এরপর এক কথায় দু-কথায় ঝামেলা বাধে। পরে পুলিশ এসেছিল। আমাদের হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি খলিল ভাই পুলিশকে জানান, এ সমস্যা নিজেদের মধ্যে মীমাংসা করে ফেলব। যে ঘটনা ঘটেছে এটি খুব দুঃখজনক। শুটিং হাউজের কেউ একজন শিল্পীর গায়ে হাত তুললে সেটা খুব অন্যায়।’

তিনি বলেন, ‘অভিযোগ উঠেছে হাউজের ম্যানেজার আলাউদ্দিন শিল্পীর গায়ে হাত তুলেছেন। আমি আলাউদ্দিনের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, শুটিং হাউজের সিসি টিভির ফুটেজ দেখলে বোঝা যাবে কে কার গায়ে হাত তুলেছে। আমরা এ ব্যাপারটি শিল্পী, পরিচালক, শুটিং হাউজ সব সংগঠন একসঙ্গে বসে মীমাংসা করব।’

এ ব্যাপারে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, ‘সৌমিকের লাঞ্ছিত হওয়ার অভিযোগটি আমি জেনেছি। সে শিল্পী সংঘের তালিকাভুক্ত শিল্পী না হলেও একজন শিল্পী। আর শুটিং বাড়ির কোনো ব্যক্তি একজন শিল্পীর গায়ে হাত তুলতে পারে না। আমরা এ ব্যাপারে সবাই বসে ব্যবস্থা নেব।’

সৌমিক বলেন, ‘আমি শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডে অভিযোগ জানিয়েছি। তারা বিষয়টি সুষ্ঠুভাবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’

এদিকে সৌমিকের ওপর হামলাকারীদের বিচার দাবি করে ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পী, কলাকুশলীরা।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।