তারেক মাসুদ স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা


প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন উপলক্ষ্যে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। এবারের বিষয়, ‘আমার মুক্তি-আমার যুদ্ধ’। অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। বরাবরের মতো এটি আয়োজন করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।

১৬ থেকে ২৫ বছর বয়সী প্রতিযোগীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ জানান, নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র আগামী ৫ থেকে ৬ ডিসেম্বর উৎসবে প্রদর্শন করা হবে। এছাড়া সেরা ১ জনকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা অ্যাওয়ার্ড-২০১৪’।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, খুশী কবির ও প্রসূন রহমান। বিস্তারিত জানতে লগ-ইন করুন : www.tarequemasud.org/competition

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।